Home আপডেট ‘‌রাজ্য সরকার ৬টি চা–বাগান অধিগ্রহণ করবে’‌, বানারহাট থেকে বড় ঘোষণা মমতার

‘‌রাজ্য সরকার ৬টি চা–বাগান অধিগ্রহণ করবে’‌, বানারহাট থেকে বড় ঘোষণা মমতার

‘‌রাজ্য সরকার ৬টি চা–বাগান অধিগ্রহণ করবে’‌, বানারহাট থেকে বড় ঘোষণা মমতার

[ad_1]

আজ, সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে কল্পতরু হয়ে উঠলেন। বন্ধ চা–বাগানের শ্রমিকদের পাশে রাজ্য সরকার থাকবে বলে জানিয়ে দেন জনসভা থেকে। বানারহাটের জনসভার মঞ্চ থেকে জলপাইগুড়ির ৬টি চা–বাগান অধিগ্রহণ করার সিদ্ধান্তের মতো বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি কৃষক এবং বন্ধ হয়ে যাওয়া চা–শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন।

এদিকে একদিন আগেই বন্ধ চা–শ্রমিকদের ১৫০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর কথায়, ‘‌এখানে কর্মসংস্থান হবে। পাহাড় আপনাদের গৌরব। আগে উত্তরবঙ্গে কিছু ছিল না। আজ উত্তরবঙ্গ বলতে পারে আমার কাছে সব আছে। উত্তরবঙ্গে ২৪ হাজার কোটি টাকা ইনভেস্ট হচ্ছে। কেউ যদি সেলুন, হোম স্টে, তৈরি করতে চান ভবিষ্যৎ স্কিমে আবেদন করুন। আপনাদের আমার উপর ভরসা আছে তো? যদি কেউ টাকা দিয়ে ভোট কেনে আপনারা দেবেন না তো? এগুলি আপনাদের টাকা। কৃষক বন্ধুরা শিলিগুড়ি থেকে ১২ কোটি টাকার চেকে পাঠাবো। ভয় পাবেন না।’‌

অন্যদিকে বন্ধ চা–বাগান অধিগ্রহণের বিষয়টি ঘোষণা হতেই তুমুল করতালিতে ফেটে পড়ে বানারহাটের সভা চত্ত্বর। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌জলপাইগুড়িতে বন্ধ হয়ে যাওয়া ৬টি চা–বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার। কারণ এই চা–বাগানের শ্রমিকরা কষ্টে আছেন। সমস্যায় রয়েছেন চা–শ্রমিকরা। তাঁদের মুখে হাসি ফোটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেরবার নির্বাচনের আগে বলেছিল পাঁচটা চা–বাগান খুলে দেবে। এখন কোথায় গেল? আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব করেছি।’‌ জলপাইগুড়িতে রায়পুর, রিয়াবাড়ি, ধরনীপুর, সুরেন্দ্রনগর, রেডব্যাঙ্ক চা– বাগান বন্ধ রয়েছে। তাই সমস্যায় পড়েছেন চা–বাগানের বহু শ্রমিক।

আরও পড়ুন:‌ ‘‌ভোট মিটে গেলে আর কিছুই দেবে না’‌, উত্তরের জনসভা থেকে মোদীকে একহাত মমতার

রবিবার দিনই আলিপুরদুয়ারে ৪ হাজার ৬৪২ জন চা–শ্রমিকের হাতে পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। আর বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করেন। বন্ধ হয়ে যাওয়া চা–বাগানের শ্রমিকদের জন্য প্রত্যেক মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এবার আরও একধাপ এগোলেন। আজ মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌বন্ধ হওয়া ৬টি চা–বাগান রাজ্য সরকার নিয়ে নেবে। আর বন্ধ হওয়া চা–বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা করে দেওয়া হবে। উদবাস্তু, রিভিউজি কলোনিদের পাট্টা দিচ্ছি। যে শ্রমিকরা পাট্টা নিচ্ছেন তাঁদের সরকার ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে। পাট্টায় জমি বানাও। কেউ চাইলে হোম–স্টে বানান এবং কিচেন গার্ডেন বানান।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here