‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ই মডেল‌’‌, কলকাতায় দেওয়াল লিখন থেকে আওয়াজ তুললেন কুণাল


চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে এখন তিনটি রাজ্যের কুর্সি বিজেপির। এই রায় পেয়ে এখন বাংলায় বিজয় উৎসবের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিন রাজ্যে জিতে বাংলার সরকার পড়ে যাবে বলে দাবি করছেন। এই আবহে দেশের গণতন্ত্র অক্ষুন্ন রাখতে কলকাতায় লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু হয়ে গেল। উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর এখান থেকেই আজ, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ডাক দিয়ে দেওয়াল লিখন শুরু করলেন তিনি। কংগ্রেস একা নিজের ক্ষমতা পরীক্ষা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। উন্নয়ন, ধর্ম, নিরপেক্ষতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিরন্তর কাজ করে চলেছেন বলে দাবি কুণালের।

এদিকে রবিবার স্পষ্ট হয়ে যায় মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরছে শিবরাজ সিং চৌহান। রাজস্থানে পালাবদল হচ্ছে। ছত্তিশগড়েও সরকার গড়ছে বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই ফল অক্সিজেন জোগাচ্ছে অন্তর্কলহে ভুগতে থাকা বিজেপিকে। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘‌বিরোধীরা এই ভোটকে সেমিফাইনাল বললেও মোদীর ভোট সম্পূর্ণ আলাদা। অন্যান্য রাজ্যের বাঙালিরা বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছেন। এই রাজ্যেও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। লোকসভাতেও চমক দেবে বিজেপি।’‌ পাল্টা কুণাল বলেন, ‘‌এই জয় আসলে বিজেপির নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা। অন্য রাজ্যে কোন দল ভাল করেছে, তাতে এই রাজ্যে দু’একজন চিল চিৎকার করতে পারেন, কিন্তু বেল পাকলে কাকের কী? বেল ওপাড়ার গাছের পাকছে, তাতে এ পাড়ার কাকের কোনও সম্পর্ক নেই। ওখানে কংগ্রেসের ব্যর্থতায় ওপাড়ায় দু’‌তিনটি গাছে কিছু বেল পেকেছে। তাতে বাংলার মাটিতে কাকের কোনও সম্পর্ক নেই।’‌

অন্যদিকে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। লোকসভা নির্বাচনে এখান থেকে প্রার্থী কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে দেওয়াল লিখন করে জোরকদমে ভোট প্রচারের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষের কথায়, ‘‌জোটের মধ্যে জমিদারি মানসিকতা থেকে সরতে হবে। রাজস্থানে অশোক গেহলট–সচিন পাইলট, মধ্যপ্রদেশে কমল নাথ–দিগ্বিজয় সিংরা পারলেন না। তারপরেও বাংলায় সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করবেন!‌ শীর্ষ নেতৃত্বকে এই ফলাফলের দায় নিতে হবে। শীতঘুম থেকে বেরতে হবে। মানুষের দাবিতে গণ–আন্দোলন করতে হবে। যে মুখ তাঁকে এগিয়ে দিতে হবে। সাতবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মুখ।’‌

আরও পড়ুন:‌ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, লিগের খেলা পিছিয়ে যাওয়া নিয়ে তরজা

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখার সময় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান, ভিন রাজ্য আর এই রাজ্যের রাজনৈতিক পার্থক্য আছে। এখানে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। তাই এখন থেকেই শুরু দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচার। কুণাল ঘোষের কথায়, ‘‌পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখিয়ে দিয়েছেন যে বিজেপিকে হারানো যায়। নিজের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মডেল। একাধারে উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করেছেন। রাজনৈতিকভাবে যে বিজেপিকে হারানো যায় সেটা প্রমাণ করে দিয়েছেন। মমতাই মডেল। ওই রাজ্যগুলির সবাই বুঝতে পারছে ওই সামাজিক স্কিম মমতার। কিন্তু কংগ্রেস তাদের গড় ধরে রাখতে পারছে না। এটা মানতে হবে।’‌



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

43 mins ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

46 mins ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

4 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

13 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

13 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

13 hours ago