Home আপডেট মুখ্যমন্ত্রীর সতর্কতায় সিলমোহর কেন্দ্রের, মাস্ক পরার পরামর্শ নয়াদিল্লি থেকে এল বাংলায়

মুখ্যমন্ত্রীর সতর্কতায় সিলমোহর কেন্দ্রের, মাস্ক পরার পরামর্শ নয়াদিল্লি থেকে এল বাংলায়

[ad_1]

সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে করোনাভাইরাস নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‌ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন।’‌ আসলে করোনাভাইরাস ফের নতুন করে শুরু হয়ে গিয়েছে বলে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই একই কথা বলে বাংলাকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মাস্ক পরার উপর জোর দিল কেন্দ্রীয় সরকার।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‌বাইরে থেকে বহু মানুষ এই রাজ্যে আসেন। আমেরিকার একটি স্ট্রেন ছড়াচ্ছে এখানে। তাই বলছি ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে, সাবধানতার জন্য মাস্ক পরুন।’‌ ইতিমধ্যেই রাজ্যের বহু মানুষের মুখে মাস্ক উঠে গিয়েছে। শিশ থেকে প্রবীণ—সকলেই মাস্ক পরতে শুরু করেছেন। শুধু নতুন প্রজন্মের ছেলে–মেয়েদের সেভাবে মাস্ক পরতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ।

অন্যদিকে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই মাস্ক পরার বিষয়ে রাজ্যকে সতর্ক করা হল। কারণ এই রাজ্যেও মিলেছে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের নমুনা। তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলায় নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাসে র নয়া সংক্রমণ জেএন.১–এর নমুনা পাওয়া মিলেছে। তারপর থেকেই সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি কসবার এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেটাই ছিল ২০২৪ সালে করোনাভাইরাসে প্রথম বলি। তারপর থেকে করোনাভাইরাস বাড়ছে বলেই তথ্য উঠে আসছে।

আরও পড়ুন:‌ ফুটপাথ খালি করতে হবে ১৫ দিনের মধ্যে, কলকাতা পুরসভাকে নির্দেশ দিল হাইকোর্ট

এই আবহে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪৪ জন এবং দেশে ৬০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এই তথ্যের উপর ভিত্তি করেই মাস্ক পরার উপর জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। নয়া সংক্রমণের হদিশ মেলায় নতুন করে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলে জানা যাচ্ছে। জনবহুল এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে। করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে আবার উদ্বেগ বাড়ছে। কলকাতা–সহ জেলায় করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ উপপ্রজাতির খোঁজ মিলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই মুখ্যমন্ত্রীর সতর্কতায় সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here