Home ব্লগবাজি মূর্ত বিমূর্ত তুমি ~ সোমাদ্রি সাহা

মূর্ত বিমূর্ত তুমি ~ সোমাদ্রি সাহা

মূর্ত বিমূর্ত তুমি   ~     সোমাদ্রি সাহা
মূর্ত বিমূর্ত তুমি
~~~~~~~~~~~~~~~~
শরীরের মধ্যে এক বোধ তৈরি হয়,
না পেরে চুপ থাকার সে বিশ্ব সংশয়,
বৃষ্টি যেমন ভিজিয়ে দিচ্ছে শব্দ কাব্য
মিল খুঁজতেই নদী হারিয়েছে যে নাব্য,
আমার আবার ভূত সুরের ভয় যাপনে
বাঁধ ভাঙবে আসন্ন সেই মিথ প্লাবনে,
আসলে অনেক কাল ধর্ষিত বেআইনি
অনিশ্চিত এ জীবন গুণীরা যে চায়নি,
তবু রাত থেকে দিন নেমে আসে তারা
সব ঝুট হে- বলেছিল উদাত্ত কন্ঠে যারা
কী পেল তারা অসমাপ্ত ইমারত গড়ে
জীবন তো শুরু হবে যবে যাবে মরে,
এখন তো কেবলই আকর্ষ হয়ে ওঠা
পন্ডিতহীন পাঠশালায় পুঁইয়ের ডাটা,
ময়লা মাকড়সা ধুলো পাতায় প্রাঙ্গন
শুদ্ধ মানবতা পৃথিবীর একমাত্র অঙ্গন,

পেরিয়ে এসো সবটুকু ফেলে আকাশে
সৌর্য চেতন উড়ছে মুক্তো এ বাতাসে
নিজেকে দেখ, চেনো, বোঝো দীপ্ত
ব্রহ্ম চেতনা তোমার মধ্যেই যে সুপ্ত
               সোমাদ্রি সাহা:12/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here