মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%


ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার ভোট পড়ার হার ৬২.৮৭ শতাংশ। এ দিনের ভোটের পর দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে  ভোটগ্রহণ সম্পূর্ণ হল। লোকসভার ২৮২টি আসনে ভোট নেওয়া হল।

এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে রাজ্যে ভোটের হার ৭৫.৫৩ শতাংশ। তার পরেই রয়েছে গোয়া, ৭৪.৪৭ শতাংশ। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ।

লোকসভার যে ৯৪টি আসনে এ দিন ভোট নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অসমের ৪টি, উত্তরপ্রদেশের ১০টি, কর্নাটকের ১৪টি, গুজরাতের ২৫টি, গোয়ার ২টি, ছত্তীসগঢ়ের ৭টি, জম্মু-কাশ্মীরের ১টি, দমন-দিউয়ের ১টি, দাদরা ও নগর হাভেলির ১টি, পশ্চিমবঙ্গের ৪টি, বিহারের ৫টি, মধ্যপ্রদেশের ৯টি এবং মহারাষ্ট্রের ১১টি কেন্দ্র। এ দিনের ভোটের পরে অসম, কর্নাটক, গোয়া, ছত্তীসগঢ়, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলির লোকসভা ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল।

মঙ্গলবারের ভোটে যাঁদের ভাগ্য নির্ধারিত হল তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (গুজরাতের গান্ধীনগর), অসামরিক পরিবহণ এবং ইস্পাতমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (মধ্যপ্রদেশের গুনা), মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (বিদিশা), কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি (কর্নাটকের ধারওয়াড়), কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (হাবেরি), অখিলেশ যাদবের স্ত্রী সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব (উত্তরপ্রদেশের মৈনপূরী), এনসিপি নেতা শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে (মহারাষ্ট্রের বরামতী) প্রমুখ।

গুজরাতে কংগ্রেস প্রার্থীর অভিযোগ

ভোটগ্রহণ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের বনসকণ্ঠ জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর। বনসকণ্ঠ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গেনিবেন থাকোর অভিযোগ করেন, বনসকণ্ঠের একটি ভোটগ্রহণ কেন্দ্রে কয়েকজন তরুণ কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কর্মী সেজে ভোটদাতাদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোরজার করছিলেন। উল্লেখ্য, গেনিবেন থাকোর গুজরাতের একজন বিধায়ক। গুজরাতের ২৬টি কেন্দ্রের মধ্যে ২৫টিতে ভোট নেওয়া হল মঙ্গলবার। সুরাত কেন্দ্র থেকে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী মুকেশভাই চন্দ্রকান্ত দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পশ্চিমবঙ্গের ২টি কেন্দ্রে অশান্তি

এ দিন পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে ভোট নেওয়া হয়। এগুলি হল মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গীপুর এবং মুর্শিদাবাদ। এর মধ্যে জঙ্গীপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্র থেকে অশান্তির খবর এসেছে। ওই দুই কেন্দ্রের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন।

উত্তরপ্রদেশের তিন গ্রামে ভোট বয়কট         

উত্তরপ্রদেশের ফিরোজাবাদ কেন্দ্রের তিনটি গ্রামে এ দিন একটিও ভোট পড়েনি। ওই তিনটি গ্রাম হল নগলা জওহর, নিম খেরিয়া এবং নগলা উমর। ওই তিন গ্রামের সব ভোটদাতা এ দিন ভোট বয়কট করেন। তাঁদের দাবি, তাঁদের সমস্যার দিকে স্থানীয় প্রশাসনকে নজর দিতে হবে।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Sundarbans forest worker killed: সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু

চোরশিকারীদের হাতে বনকর্মী খুনের ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করল সন্দরবন কোস্টাল থানার পুলিশ।…

2 hours ago

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত পাহাড়ি…

2 hours ago

CPM leader arrest with money: ভোটের মধ্যে সীমান্তে প্রচুর বাংলাদেশি মুদ্রা সহ ধৃত CPM নেতা, শাস্তির দাবি TMC-র

সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু পাচার বা সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এবার সীমান্তে প্রচুর…

2 hours ago

Hotel owner beaten: হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর…

3 hours ago

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক…

3 hours ago

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

3 hours ago