Home আপডেট রাজ্য সরকারের আমলার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুললেন মালদার TMC নেত্রী

রাজ্য সরকারের আমলার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুললেন মালদার TMC নেত্রী

রাজ্য সরকারের আমলার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুললেন মালদার TMC নেত্রী

[ad_1]

মালদার রতুয়া ২ নম্বর ব্লকের বিদায়ী বিডিও নিশীথ কুমার মাহাতোর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ এনেছেন শাসকদলের নেত্রী শ্যামলী দাস। এই দুর্নীতির বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত বিষয়টি খতিয়ে দেখতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন। তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামলী দাসের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও জেলাশাসক এখন এই দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেননি। তাই তিনি আবারও জেলাশাসকে চিঠি দিয়েছেন, আদালতের নির্দেশ মেনে অবিলম্বে তদন্ত শুরু করার।

শ্যামলী দাসের অভিযোগ, অবৈধ টেন্ডার ডেকে বিদায়ী বিডিও কিছু কাজ করিয়েছিলেন আবার কিছু কাজ না করে তিনি বিল ছেড়ে দিয়েছেন। তৃণমূল নেত্রীর অভিযোগ, তিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি থাকাকালীনই বিডিও একের পর এক দুর্নীতি চালিয়ে গিয়েছেন। তাঁকে অন্ধকারে রেখেই ব্লকের কাজ করাতেন বলে তিনি অভিযোগ করেন।

তাঁর অভিযোগ পঞ্চাদশ অর্থ কমিশনের প্রায় ৭৫ লক্ষ টাকা টেন্ডার দুর্নীতির সঙ্গে যুক্ত বিডিও। এই নিয়ে তিনি হাইকোর্টে একটি মামলাও করেন। মামলায় আদালত জেলাশাসককে গোটা বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন। তৃণমূল নেত্রীর অভিযোগ এখনও পর্যন্ত জেলাশাসক হাইকোর্টের নির্দেশ মেনে তদন্ত শুরু করেননি।

তাই শুক্রবার জেলাশাসকের কাছে ফের অভিযোগ জানিয়েছেন শ্যামলী দাস। তবে এবার যদি কোনও ব্যবস্থা না নেন জেলাশাসক তবে আগামী দিনে তাঁর দফতরের সামনে অনশনে বসবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘মুখ্যমন্ত্রী দুর্নীতি দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আর তাঁর আমলাদের একাংশ দুর্নীতির সঙ্গে যুক্ত।’

অন্যদিকে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন,’অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ মিথ্যে হলে সেক্ষেত্রেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তৃণমূল নেত্রীর এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব কুমার ভট্টাচার্য বলেন,’তৃণমূল নেত্রীর অভিযোগের তদন্ত শুরু হচ্ছে না। তদন্ত শুরু হলে তৃণমূল নেতারাই ফেঁসে যাবেন। শিক্ষা, থেকে রেশন সর্বত্র যেভাবে দুর্নীতি হচ্ছে সেভাবে এক্ষেত্রেও দুর্নীতির হচ্ছে।’ মালদা জেলা কংগ্রেস তৃণমূলের পাশে রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে বিজেপি দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন,’হয়তো জেলাশাসক চাপের মুখে রয়েছেন তাই হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তদন্ত শুরু করতে পারছেন না। আমরা চাই ইডি বা সিবিআই দিয়ে তদন্ত হোক।’

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here