Home ভুঁড়িভোজ রুটির সঙ্গে খান পুষ্টিকর পনির ভুজিয়া, how to make paneer bhujia

রুটির সঙ্গে খান পুষ্টিকর পনির ভুজিয়া, how to make paneer bhujia

রুটির সঙ্গে খান পুষ্টিকর পনির ভুজিয়া, how to make paneer bhujia

[ad_1]

ডিমের ভুজিয়া অনেক খেয়েছেন৷ আজ শিখে নিন পনির দিয়ে তৈরি নিরামিষ ভুজিয়ার রেসিপি৷ টোস্টের সঙ্গে এই ভুজিয়া যেমন ব্রেকফাস্টে খেতে পারেন, তেমনই রুটি, ডালের সঙ্গে পনির ভুজিয়া দিয়ে ডিনারও করতে পারেন৷কী কী লাগবেপনির-৩০০ গ্রাম (গুঁড়ো করা)পেঁয়াজ-১টা কুচনোলাল ক্যাপসিকাম-১টা

টোম্যাটো-১টা কুচনোকাঁচালঙ্কা-১টা কুচনোজিরে-১ চা চামচলাল লঙ্কা গুঁড়ো-২ চা চামচগোলমরিচ গুঁড়ো-১ চা চামচহলুদ গুঁড়ো-১ চা চামচধনেপাতা কুচিনুন-স্বাদ মতোতেল-প্রয়োজন মতোকীভাবে বানাবেনএকটি তলা মোটা পাত্রে ১ টেবল চামচ মাখন গরম করুন৷ জিরে, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা ও আদা কুচি দিয়ে একদম কম আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না সব সব্জি নরম হচ্ছে৷ এবার টোম্যাটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ সব শেষে গুঁড়ো করা পনির দিয়ে নুন দিন৷ তৈরি পনির ভুজিয়া৷

Tags: Recipes, Snacks Recipes, Veg Recipes

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here