Home ব্লগবাজি লাপিস লাজুলি ~ অদিতি চক্রবর্তী

লাপিস লাজুলি ~ অদিতি চক্রবর্তী

লাপিস লাজুলি  ~   অদিতি চক্রবর্তী
লাপিস লাজুলি

ইতি টানলেই সব স্মৃতি বিস্মৃতি...
তোমার আঁচড়ে যেন বদলে গেল বাঁক নেওয়া হাওয়া
তুলির বিবিধ নদীমুখ মোহানার চির নোনা স্বাদ
তাই বুঝি খোঁজ শুরু একদার রঙীন বিবাদ ।
যা আমার নয় তবু আছে হাতের তালুতে
তেমন সুক্ষ্মপুরুষ আর আছে নাকি এই পৃথিবীতে ?
শুধু সময়ের অলিখিত ভাঁজে
এক ব্যাঙ রোজ বৃষ্টি গলায়
অর্ধেক জমা জলে পা ধুতে ধুতে ।
অদূর অদৃশ্য থেকে উড়ে আসে
হলুদ পালকে ক্যানারির সান্ধ্যগীতি
বড় বেশি সুখ পেতে লিপিবদ্ধ বয়স্ক বিকৃতি
ভুলে যায় রাজ্যপাট
কাদামাটি জুড়ে নিয়ে আকাশ বানাতে চেয়ে
কতবার মরে যাওয়া ঘাট থেকে ঘাট !
কাউকে বলিনি
মনে মনে কার সাথে দুষ্টুমি আমার
রাতে কার বুকে মাথা রেখে গুনগুন ঠোঁট
তুমুল মৃত্যু ছবি এঁকে, তোমার চুলের ফাঁকে
অনন্য এক বজ্রপাতে...দৃষ্টি অন্ধকার ।
পাহাড়ি রাতের চূড়া ছুঁতে ... ছুঁতে ... ছুঁতে
জিরাফ গ্রীবায় মাছরাঙা মন ভোলে জলের দাহ
বলে দাও, কোন পথে যাব ?
সেজবাতি জ্বেলে চোখের বাগান
চোখ পাল্টিয়ে দেখে
দিনের আঁচল খসে সিল্যুয়েট।
হে আমার জাদুকর ,গল্পটা আধাভৌতিক
তোমাকে ধরেছি তুলিতে
রণসাজ দাও দ্বৈরথে কর আহ্বান ,
বলিদানে শুয়ে থাকি পাশাপাশি কবিতার কাপলেট ।

                       - অদিতি চক্রবর্তী:22/05/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here