Home ব্লগবাজি শরীর : বৈশাখী চ্যাটার্জী

শরীর : বৈশাখী চ্যাটার্জী

শরীর  :  বৈশাখী চ্যাটার্জী
শরীর তো পণ্য একটা
দরদাম হাটে --
পোষালোনা দেখে ফিরে চলে বাটখারা হাতে
মুদিখানা ব্যবসায়ী -
শরীর সে তো ধর্ম বিহীন ,
রক্ত মাংস লোলুপ --
শরীরের সব কটি ভাঁজে তোর চুল চেরা দৃষ্টি
টসটস করে ঝড়ে পড়ে লালা !
যেমন কুকুরের জিভে লালা ঝড়ে পড়ে
মাংস পিণ্ড দেখে ---
শরীর তোর কত দাম আমি জানি না ,
এত ভাঙ্গা চোরা ভালবাসা চেটেপুটে খায় --
শরীর তবুও শরীর হয়েই শরীরেতে থেকে যায় ॥
                                 বৈশাখী চ্যাটার্জী ২৭/০৩/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here