Home আপডেট শীতেই বৈশাখী সাক্ষাৎ করলেন কুণাল, শোভন সৌজন্যে ফ্ল্যাটে বসল নিশি–বৈঠক

শীতেই বৈশাখী সাক্ষাৎ করলেন কুণাল, শোভন সৌজন্যে ফ্ল্যাটে বসল নিশি–বৈঠক

শীতেই বৈশাখী সাক্ষাৎ করলেন কুণাল, শোভন সৌজন্যে ফ্ল্যাটে বসল নিশি–বৈঠক

[ad_1]

তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন–প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তখন থেকেই নানা গুঞ্জন শুরু হয়ে গেল রাজ্য–রাজনীতিতে। আজ, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা শোভনের বেহালার বাড়িতে পৌঁছে যান কুণাল ঘোষ। বাড়িতে তাঁকে স্বাগত জানান শোভন–বৈশাখী দু’‌জনেই। তারপর রুদ্ধদ্বার বৈঠক গড়িয়ে যায় রাত পর্যন্ত। শোভন–বৈশাখী–কুণালের মধ্যে কি ঘরে ফেরার আলোচনা হয়েছে?‌ ঠিক কী উদ্দেশে দেখা করতে যাওয়া? উঠছে প্রশ্ন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই বর্ণনা করা হয়েছে।

এদিকে শোভন–বৈশাখী একুশের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। তারপর ফলাফলের পর পদ্মবন ত্যাগ করে ঘাসফুলের বাগানে উঁকি মারতে থাকেন। তাতে অনেকটা কাজও হয়। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসেন শোভন–বৈশাখী। আর দলবদল করে যখন তাঁরা বিজেপিতে যান তখন আক্রমণ প্রতি আক্রমণ দেখেছিল রাজ্য–রাজনীতির কারবারিরা। শোভন–কুণালের রাজনৈতিক বৈরিতা তুঙ্গে উঠেছিল। কুণাল শোভনকে ‘গ্ল্যাক্সো বেবি’ বলে প্রকাশ্যেই কটাক্ষ করেছেন। আবার পাল্টা শোভনও কুণালের উদ্দেশে বলেছেন, ‘জেলখাটা আসামি’।

অন্যদিকে আজ সেসব অতীত। দেওয়াল ভেঙেছে এই কথা আগেই বলেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আবার শোভন চট্টোপাধ্য়ায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মুখে বরাবর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল। ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান শোভন। তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল। কুণাল–শোভনের সম্পর্ক মাঝে বেশ শীতল হলেও সম্প্রতি শোভন–বৈশাখীর মেয়ের জন্মদিনে আমন্ত্রিত হয়েছিলেন কুণাল ঘোষ। আর সেই উপলক্ষ্যে উভয়ের সম্পর্ক স্বাভাবিক হয়। এবার নতুন বছরে (‌২০২৪)‌ শোভনের বাড়িতে কুণাল যাওয়ায় সম্পর্কের ঘনিষ্ঠতা নিশ্চিত বাড়ল। এখান থেকে লোকসভা নির্বাচনেরও একটা গন্ধ পাওয়া যাচ্ছে। যা কেউ স্বীকার করেননি।

আরও পড়ুন:‌ চা–পার্ক গড়ে তুলতে চায় রাজ্য সরকার, কলকাতা বন্দরকে জমি দেওয়ার প্রস্তাব নবান্নের

এছাড়া রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গেও কুণাল ঘোষের সুসম্পর্ক রয়েছে। সেখানে আগ বাড়িয়ে শোভন–বৈশাখীর সঙ্গে দেখা করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। তাও লোকসভা নির্বাচনের প্রাক্কালে। এই কারণে রত্নার সঙ্গে সম্পর্ক কুণালের অটুট থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কুণাল কখনও শোভন–রত্নার ব্যক্তিগত সম্পর্কে উঁকি মারেননি। আবার যোগাযোগ রেখেছেন শোভন–বৈশাখীর সঙ্গেও। তাহলে কি আবার রাজনীতিতে ফিরছেন শোভন?‌ তৃণমূল কংগ্রেস এটাকে সৌজন্য সাক্ষাৎ বলছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here