Home ব্লগবাজি সারথি ~ বৈশাখী চ্যাটার্জী

সারথি ~ বৈশাখী চ্যাটার্জী

সারথি    ~     বৈশাখী চ্যাটার্জী
সারথি
*************************
নষ্ট লগ্ন আর ভ্রষ্ট সময়ের মাঝে এক সারথি --সময়ের তাগিদে তার রথের চাকা এগিয়ে
নিয়ে চলেছে ,যুদ্ধ এখন অনিবার্য -শত্রু পক্ষ -অনাত্মীয়ের আত্মীয় -তাই বিপক্ষ
কালিন সতর্কতা প্রয়োজন ,
যদিও মুষ্টিমেয় কিছু ভীরুতা -এ প্রান্তে বর্তমান তবুও হাতের অস্ত্র শক্ত করে
ধরা প্রয়োজন -সারথি তার রথের চাকা এগিয়ে নিয়ে চলেছে লক্ষের দিকে -
          দিকভ্রষ্ট ভুলে লক্ষভ্রষ্ট অনিবার্য হতে পারে তাই দৃঢ় প্রত্যয়
সারথির মুখমন্ডল জুড়ে -যদিও সেদিনের মত আজও কোন অর্জুন যুদ্ধে বিরতি টানতে চায়
-শক্ত হাতের মুঠো আজও বারবার খুলে যাচ্ছে ,কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
মৃত্যুকে বরণ না হলে পরাজয় ।
        এ কোন মহাভারত নয় এ ভারতের  জীবন দর্শন -আধ্যাত্মিকতা ব্যতিরেকে এ
দর্শন অসম্ভব !তাই দুএক মুহূর্ত যদি আধ্যাত্মিক পথে যাই তবে দেখি সময়ের সারথি
এখানেও ক্রম গতিময়,ব্যক্তি প্রয়োজনে বারবার দুলেছে আধ্যাতিকতা -
       যুদ্ধের বিপক্ষ সেনার সামনে দাঁড়িয়েও কোন যুগন্তকারী ঈশ্বরবাদ উঠে আসে
-বিশ্বাসের হাত ধরে এক অন্ধ অবিশ্বাসের দিকে এগিয়ে চলে সারথি ।
            শেষ পর্যন্ত একটা মুহূর্ত যুদ্ধ যেখানে থামে -আর তারপর একটা আয়নার
সামনে দর্শন নিজেকে উপস্থাপিত করে -সেখানে দর্পণে -দর্শন প্রতিফলিত হয় ,আর সেই
প্রতিফলনের হাত ধরে এগিয়ে চলে জীবন দর্শন #সারথি । 


বৈশাখী চ্যাটার্জী   ~ 07/07/2017


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here