Home ব্লগবাজি ওরা(৭) ~ জ্যোতির্ময় রায়

ওরা(৭) ~ জ্যোতির্ময় রায়

ওরা(৭)     ~    জ্যোতির্ময় রায়
ওরা(৭)
**********

ওরা ওই চিমনির ধোঁয়ার গতিপথ জানে
মাটির ছাঁচে ইট বানায়
মাটি পুড়তে থাকে ,লাল হয় রং
মাঠ ফাটা রোদ ,ঝলসে যায় শরীরও।
অথবা হাঁড় কাঁপানো শীতেও
কাদা দোলাতে কোদাল ,
ঘাম চুয়ে পড়ে কাঁচা ইটে ।
যত দিন যায় স্তরে স্তরে ইটের পাহাড় উঁচু হয় ।
স্বপ্নরা আকাশ ছোঁয় ।
হঠাৎ বৃষ্টি ,স্বপ্নের পাহাড় ভেঙ্গে পড়ে ।
মালিক গোলে যাওয়া ইট নেয় না ।



জ্যোতির্ময় রায়~ 07/07/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here