সিপিএমের প্রার্থী তালিকায় সুজন–সেলিম–দীপ্সিতা, ডেডলাইন দেওয়া হল কংগ্রেসকে


সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশ থেকে একসঙ্গে ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট করার রাস্তা পরিষ্কার হয়ে যায়। বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা বের করেছে। এখন প্রশ্ন, সিপিএম কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে?‌ সুতরাং প্রার্থী তালিকা সম্পূর্ণ প্রকাশ করে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। চলতি সপ্তাহেই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু সংযুক্ত মোর্চা দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। কংগ্রেস, আইএসএফ ও বামফ্রন্টের মধ্যে জোটে জট অব্যাহত। আজ, মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক থেকে ইঙ্গিতই মিলল, কংগ্রেসের জন্য আর অপেক্ষা করা যাবে না। তাই কংগ্রেসের সঙ্গে যা কিছু আলোচনা সেটা আজকের মধ্যে শেষ হোক। এটাই চাইছে বাকি শরিকরা।

এদিকে বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কংগ্রেস যদি মঙ্গলবারের মধ্যে জোট নিয়ে নিজেদের অবস্থান না জানায়, তাহলে রাজ্যে একাই লড়ার প্রস্তুতি নেবে বামেরা। রাজ্যে অতিরিক্ত আসনের যে দাবি আইএসএফ করছে, সেটাও আর মানা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই বলেছেন, ‘‌বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব সেটা আফটার ইলেকশন ভাবব।’‌ এই আবহে কংগ্রেস পড়েছে এখন বেজায় চাপে। তবে সিপিএম সূত্রে খবর, বাংলায় ৪২টির মধ্যে মোট ১৪টি আসন চেয়েছে আইএসএফ। ডায়মন্ডহারবার ছাড়াও তাতে রয়েছে শ্রীরামপুর, উলুবেড়িয়া, তমলুক, ঘাটাল, যাদবপুর, মথুরাপুর, বসিরহাট, বারাসত, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর, বালুরঘাট এবং বিষ্ণুপুর। এই আবদার মানা সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে বাম শরিকরা।

আরও পড়ুন:‌ হাবড়া যাওয়ার পথে থামালেন কনভয়, মাতৃহারা কর্মীকে দেখে কাছে ডাকলেন মমতা

অন্যদিকে কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা হবে কি না সেই বিষয়ে জটিলতা থাকলেও বেশ কিছু আসনে নিজেদের প্রার্থীর নামের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তৈরি থাকতে চাইছে বাম নেতৃত্ব। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হলে বহরমপুর আসনে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীকে সমর্থন দেবে বামেরা। মুর্শিদাবাদ আসন থেকে প্রার্থী হতে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি ২০১৪ সালে রায়গঞ্জ থেকে নির্বাচনে জয়লাভ করেন এবং ২০১৯ সালে হেরে যান। হুগলি আসনে নেত্রী দীপ্সিতা ধর প্রার্থী হতে পারেন। যাদবপুর আসনের দায়িত্ব পেতে পারেন পোড়খাওয়া বাম নেতা সুজন চক্রবর্তী। তবে মীনাক্ষী মুখোপাধ্যায় টিকিট নাও পেতে পারেন বলে সূত্রের খবর।

এছাড়া এদিন বামফ্রন্টের বৈঠক শেষে সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় নিজেদের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আমরা পাই তিনটি আসন। শেয়ার যদি করতে হয়, যারা বড় শেয়ার ভোগ করছে, তারাই শেয়ার করবে। আমরা তিনটি আসন থেকে আর কী শেয়ার করব।’‌ কংগ্রেসের ঢিলেমি পছন্দ নয় বামেদের। সূত্রের খবর, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জোটে ছাড়পত্র দিয়েছে। কিন্তু আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শুরু করা যায়নি। বামেরা কংগ্রেসকে সেই আলোচনার শুরুর ডেডলাইন হিসাবে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এখন রয়েছেন নয়াদিল্লিতে। তিনি ফেরার পরই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Cyclone Remal: ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ

পিনাকী ভট্টাচার্যরাজ্যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যখন মধ্যগগনে তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। মে মাসের শেষে এই…

21 mins ago

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

3 hours ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

5 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

7 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

7 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

8 hours ago