Home ব্লগবাজি সোহাগ ~ সুচেতনা সেন

সোহাগ ~ সুচেতনা সেন

সোহাগ     ~     সুচেতনা সেন
সোহাগ ~


জানি তুই কবির শব্দ সুর নীরবতা ধ্যান আদিম অধ্যায় ;
কবি তোর জন্য নির্জন দ্বীপের নির্জনতা চুরি করে এনে দেয় তোর সবুজ আঁচলে ;
এখন তুই বাউলের একতারার তারে জড়িয়ে ওঠা সাপের মতো সুরে সুরে লেপটে থাকতে চাস ;
যেন কত জন্মের সুখ এক ঘুমে গন্ডুষ ভরে করবি তা  পান ;
তুই কি কবির জন্য যুগে যুগে রাধা ;
শ্যামের বাঁশি কি শুধু তোরই পায়ে ফোঁটায় কাঁটা ;
এখন আধখানা চাঁদ আমার খোলা শরীর রোদ ছায়া ;
আজ তোর সোহাগ আমার সারা শরীর জুড়ে অন্ধকারের  প্রলেপ এনে দেয় নিরঙ্কুশ ;
যখন জ্যোৎস্নামুখে কালো কালো মেঘেরা ভেসে যায় দূর ।
                                     ....সুচেতনা সেনঃ১৬/০৫/২০১৭ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here