Home খেলাধুলো সৌরভের বিরোধিতায় পাকিস্তানি তারকা

সৌরভের বিরোধিতায় পাকিস্তানি তারকা

সৌরভের বিরোধিতায় পাকিস্তানি তারকা

[ad_1]

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় কদিন আগে বলেছিলেন ভারত পাকিস্তান ম্যাচের মান আগে থেকে কমে গিয়েছে। দুই দেশের ঐতিহাসিক কারণে লড়াই থাকে বটে, কিন্তু ক্রিকেটের কোয়ালিটির দিক থেকে ভারত অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। সৌরভের এমন মন্তব্য নিয়ে গায়ে জ্বালা ধরেছে ওয়াকার ইউনিসের। মেনে নিতে পারেনি তিনি। ভারত এবং পাকিস্তান এই দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ঠিক না থাকার কারণে একমাত্র আইসিসির টু্র্নামেন্ট এবং এশিয়া কাপেই একে অপরের বিরুদ্ধে খেলে দুই দেশ।

সৌরভ সম্প্রতি ভারত-পাক মহারণ নিয়ে মন্তব্য করে বলেন, এই ম্যাচ নিয়ে অত্যন্ত হাইপ থাকে। তবে খেলার মান শেষ কয়েক বছরে সেই পর্যায়ে পৌঁছায়নি। কারণ পাকিস্তানের বিরুদ্ধে শেষ কয়েক বছরে প্রায় সব ম্যাচেই একপেশে ভাবে জিতেছে ভারত। সৌরভের এই মন্তব্য নিয়ে ওয়াকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। কে কি বলল, তাতে কিছু যায় আসে না। আমি মনে করি আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি।

Waqar Younis was asked to comment on Sourav Ganguly’s remark that India-Pakistan matches have not been competitive in recent years

Read more: #India pic.twitter.com/u2s1kWYeQp

— Cricket Pakistan (@cricketpakcompk) July 20, 2023

Tags: Sourav Ganguly



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here