Home ভুঁড়িভোজ স্ন্যাকসের স্বাদ বদলাতে শিখে নিন মুখরোচক চিলি চিজ টোস্ট

স্ন্যাকসের স্বাদ বদলাতে শিখে নিন মুখরোচক চিলি চিজ টোস্ট

স্ন্যাকসের স্বাদ বদলাতে শিখে নিন মুখরোচক চিলি চিজ টোস্ট

[ad_1]

বাচ্চাদের টিফিন দিতে হোক বা সন্ধের স্ন্যাকসে মুখ বদলাতে হোক, বানাতে পারে চিলি চিজ টোস্ট৷ ব্রেড দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়া নানা রকম স্ন্যাকস৷ শিখে নিন চিলি চিজ ব্রেড৷কী কী লাগবেসাদা ব্রেড-৪ স্লাইসমোজারেলা চিজ-আধ কাপগোলমরিচ গুঁড়ো-১/৪ চা চামচ

কাঁচালঙ্কা কুচি-১টারসুন থেঁতো-১/৪ চা চামচটোম্যাটো কুচি-১/৪ কাপধনেপাতা কুচি-১/৪ কাপঅলিভ অয়েল-প্রয়োজন মতোনুন-স্বাদ মতোকীভাবে বানাবেনব্রেড টোস্টারে হালকা বাদামি করে টোস্ট করে নিন৷ একটা বাটিতে মোজারেলা চিজ, গোলমরিচ গুঁড়ো, কাঁচালঙ্কা ও নুন মেশান একসঙ্গে৷ এর মধ্যে রসুন, টোম্যাটো ও ধনেপাতা কুচি দিন৷ সবশেষে অলিভ অয়েল ভাল করে মেশান৷ টোস্ট করা ব্রেডের ওপর এই মিশ্রণ স্প্রেড করুন৷ বেকিং ট্রে-তে ব্রেড সাজিয়ে ২-৩ মিনিট বেক করুন৷

Tags: Recipes, Snacks Recipes, Veg Recipes

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here