Home আপডেট স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিলে মিলবে বাড়তি সুযোগ, কেমন ঘোষণা কলকাতা পুরসভার?‌

স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিলে মিলবে বাড়তি সুযোগ, কেমন ঘোষণা কলকাতা পুরসভার?‌

স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিলে মিলবে বাড়তি সুযোগ, কেমন ঘোষণা কলকাতা পুরসভার?‌

[ad_1]

স্বাস্থ‌্যসাথী কার্ডে রোগী ভর্তি নিচ্ছে না কয়েকটি বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম বলে অভিযোগ। যার জন্য থানায় এফআইআর করার কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’‌দিন আগে পর্যন্ত ক্ষোভপ্রকাশ করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবার বাংলার মানুষজনকে চিকিৎসা পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ডে দিতে এগিয়ে এল কলকাতা পুরসভা। এই কার্ডে রোগী ভর্তি করলে আধুনিক যাবতীয় চিকিৎসা দেওয়া হবে। এমনকী কলকাতার যে কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম বেডসংখ‌্যা বাড়াতে পারবে। পুরনো হাসপাতালের ওয়ার্ডও সম্প্রসারণে করার অনুমতি মিলবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এদিকে স্বাস্থ‌্যসাথী কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত বাংলার মানুষজনকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। কিন্তু একাধিক বেসরকারি হাসপাতাল ‘বেড ফাঁকা নেই’ বলে স্বাস্থ‌্যসাথী কার্ড নিয়ে আসা রোগীদের ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ। আর তখনই বিল্ডিং নির্মাণে ‘অতিরিক্ত ফ্লোর এরিয়া’ চেয়ে আবেদন করা বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ‌্যসাথী কার্ডে রোগী ভর্তি নিয়ে নয়া শর্তে বাঁধলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, ‘‌যে হাসপাতাল ফ্লোর বাড়তি নেবে সেখানে স্বাস্থ‌্যসাথী কার্ডে রোগী ভর্তির ওয়ার্ড করতেই হবে। বাংলার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে আরও বেশি করে কার্যকর করতে এটা কলকাতা পুরসভার নীতিগত সিদ্ধান্ত।’

আর কী জানা যাচ্ছে?‌ বেসরকারি হাসপাতালে বৃদ্ধি হওয়া বেডে শুধু কলকাতার বাসিন্দারাই স্বাস্থ‌্যসাথী কার্ডে চিকিৎসার সুবিধা পাবেন। ভর্তির সময় আধার কার্ডের মাধ‌্যমে ঠিকানা যাচাই করে নেবে বেসরকারি হাসপাতালগুলি। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা পুরসভার কাছ থেকে মল্লিকবাজারে শর্তে জমি নিয়ে হাসপাতাল তৈরির পর পুরকর্মীদের সুবিধা দিচ্ছে। সম্প্রতি ওই বাড়িতেই একটি বাড়তি ফ্লোরের জন‌্য আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তখনই মেয়র শর্ত দেন, অতিরিক্ত ফ্লোরে স্বাস্থ‌্যসাথী কার্ডে রোগীর ওয়ার্ড করলেই বিল্ডিং প্ল‌্যান অনুমোদন করবেন। তাতে রাজি হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:‌ পথ দুর্ঘটনায় জাতীয় সড়কে মর্মান্তিক মৃত্যু, এক পুলিশকর্মী–সহ দু’‌জনের নির্মম পরিণতি

আর কী বলছেন মেয়র?‌ শহরের সব হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ড যাতে নেয় এবং মানুষজন চিকিৎসা পরিষেবা পান তার জন্যই এই নতুন পথ বের করা হয়েছে। এদিন মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে বলেন, ‘‌নিউরো সায়েন্সের মতো উডল‌্যান্ড ও মেডিকা হাসপাতালেও স্বাস্থ‌্যসাথী কার্ডে রোগী ভর্তির শর্ত মেনে নিয়েছে। তাই বাড়তি ফ্লোরের প্ল‌্যান অনুমোদন করেছি। এবার শহরের বাসিন্দারাও স্বাস্থ‌্যসাথী কার্ডের মাধ‌্যমে বর্ধিত বেডে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।’

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here