Home ব্লগবাজি হানিমুন প্ল্যানিং ~ অতনু দত্ত

হানিমুন প্ল্যানিং ~ অতনু দত্ত

হানিমুন প্ল্যানিং  ~ অতনু দত্ত
হানিমুন প্ল্যানিং


চলো না দুজনে মিলে, যাই চলে দারুচিনি দ্বীপে, বাঁধি ঘর
-আহা, তারপর?
সুনীল সমুদ্র হবে, শুভ্র সে বেলাভূমি, অবিরাম সফেন লহর
-অতি সুন্দর।
ঝিনুক কুড়োবো দোঁহে, সমুদ্রতল থেকে নেব খুঁজে দুর্লভ মোতি
-সত্যি হয় যদি!
নারিকেল তরুছায়ে ক্লান্তি জুড়াবো, নারিকেল বারি করে পান
-উফ, কি দারুণ জান।
লবনাক্ত বাতাসেতে ওড়াবো প্রেমের পাল নোনতা প্রেমের হবে জয়
-অবশ্য, নিশ্চয়।
বেলাভূমি পার হলে দারুচিনি দ্বীপ জুড়ে চারিদিকে সবুজ পাহাড়
-তুমুল বাহার।
বুনো অর্কিড ভরা জংলা পাহাড়ি পথ, গাছে গাছে পাখিদের মেলা
-যাবো দুই বেলা।
পাহাড় গুহায় বাস, মিঠে সুরে প্রেমগীত তুমি গাও দাঁড়িয়ে দুয়ারে
-থামোতো এবারে!

-সত্যি বলোতো দেখি পৃথিবীতে এমন সুন্দর জায়গা আছে কোনখানে?
বলছি কি... মানে...
-যাওয়া কবে, কবে ফেরা, কদিনের ট্যুর? টিকিটটা প্লেনে নিশ্চয়?
ঠিক তেমন তো নয়।
-হোটেল করেছ বুক? সুইমিং পুল আছে? বাংলা চ্যানেল পাওয়া যায়?
কথা বোঝনিতো হায়।
-আবোল তাবোল বলে, কেন ভাট বকছিলে?  হানিমুন হবে কোথা হানি?
কেন, স্বপ্নেতে রাণী।
-স্বপ্নের নিকুচি করেছে। তুমি যাও ওই বিচে, গিয়ে একা কাঁকড়াই গোন।
আরে, কথাটাতো শোন...

অতনু দত্ত ~ ১৪/০৬/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here