হাবড়া যাওয়ার পথে থামালেন কনভয়, মাতৃহারা কর্মীকে দেখে কাছে ডাকলেন মমতা


বাংলার মুখ্যমন্ত্রী মানবিক। এটা সবাই জানেন। নানা ঘটনা আছে তাঁর। সেটা ভরা করোনাভাইরাসের সময় রাস্তায় নেমে সাহায্য করা, মানুষের হাতে জামাকাপড়, খাবার তুলে দেওয়া–সহ ওষুধ দিয়ে সাহায্য করেছেন। সেগুলি সবই বিনামূল্যে। এবার কনভয় থামিয়ে মাতৃহারা তৃণমূল কংগ্রেস কর্মীর সঙ্গে কথা বলে তাঁর খবর নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার হাবড়া যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়িতে করে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডে তাঁকে অভ্যর্থনা জানান কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। দলীয় পতাকা নিয়ে অপেক্ষা করছিলেন তাঁরা। যার মধ্যে ছিলেন পিন্টু মণ্ডল।

এই পিন্টু মণ্ডলের মা কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। সেই শোক বুকে চেপে রেখে দিদিকে দেখা এবং তাঁকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়েছিলেন। এই তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে ছিল সাদা কাছা। হেলিপ্যাড গ্রাউন্ডে ঢোকার মুখেই সেটা চোখে পড়ে মুখ্যমন্ত্রীর। তখনই গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পিন্টুকে ডেকে জিজ্ঞাসা করেন, কে মারা গিয়েছে? এমনটা যে ঘটতে পারে তা ভাবতেও পারেননি যুবক পিন্টু। পিন্টু থতমত খেয়ে জানান, মা। তখনই মুখ্যমন্ত্রী জানতে চান, কত বয়স হয়েছিল? পিন্টু জানান, ৭৫ বছর। মাতৃহারা পিন্টুকে তখন সমবেদনা জানিয়ে তাঁকে সাবধানে থাকতে বলেন বাংলার মুখ্যমন্ত্রী। তারপর বেরিয়ে যান। মুখ্যমন্ত্রীর এই পাশে এসে দাঁড়ানো এবং সামান্য একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে মানবিক দৃষ্টিতে দেখা এই আচরণে অভিভূত পিন্টু–সহ উপস্থিত তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন: অভিজিৎ খুনে অভিযুক্তদের বিজেপিতে যোগ, বিড়ম্বনায় পড়ে সিদ্ধান্ত প্রত্যাহার

এদিকে এই ঘটনা মাথায় থেকে যায় মুখ্যমন্ত্রীর। তাই দলের নেতাদের তিনি নির্দেশ দেন এমন সময়ে কর্মী পিন্টুর পাশে গিয়ে দাঁড়াতে। আর তাঁর যা সাহায্য লাগে তা করতে। এমনকী মুখ্যমন্ত্রীকে জানাতে বলেছেন সেরকম কিছু প্রয়োজন হলে। আর্থিক সাহায্যও করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এই খবর এতক্ষণে পেয়ে গিয়েছেন পিন্টু মণ্ডল। মুখ্যমন্ত্রী যে এতটা মানবিক তা জানতে পেরে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে কর্মী পিন্টুর। আর হাবড়া থেকে মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে বলেন, ‘‌ভোটের আগে ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আমরা এসব মানছি না। মানব না। আমি প্রাণ দেব তবু বাংলায় ডিটেনশন ক্যাম্প হতে দেব না।’‌

অন্যদিকে মুখ্যমন্ত্রী মানবিক বলেই এমন ঘোষণা করতে পারেন। কাউকে যদি এসব করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় তাহলে তিনি পাহারাদার হিসাবে পাশে থাকবেন বলে আজ জানিয়ে দিয়েছেন। গতকাল দেশজুড়ে সিএএ কার্যকর করা হয়েছে। তারই প্রতিবাদে আজ গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে ওই পোর্টালে গিয়ে আবেদন করার আগে একাধিকবার ভাবতে বলেছেন। কারণ আবেদন করলেই সব খোয়া যাবে। তাই মানুষের পাশে দাঁড়াতে তিনি বলেন, ‘‌যেই দরখাস্ত করবেন নাগরিক থাকা সত্বেও বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তির কী হবে, চাকরির কী হবে? সবটাই বেআইননি ডিক্লেয়ার হয়ে যাবে। এটা হল বিজেপি লুডো খেলার ছক্কা। ওরা ভাবছেন ছক্কা মারলেন। আসলে ওঠা পুট, শূন্য।’‌



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

53 mins ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

3 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

5 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

5 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

6 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

6 hours ago