১৬ টি পুরসভায় ভয় ধরাচ্ছে ডেঙ্গি, অতি বিপজ্জনক বলে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর


পুজোর আগে রাজ্যে ভয়াবহভাবে বাড়ছে ডেঙ্গি। ইতিমধ্যেই চলতি বছরে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪০ হাজারের কাছাকাছি। প্রতিদিনই কার্যত বাড়ছে আক্রান্তের সংখ্যা. এ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ডেঙ্গি মোকাবেলায় ইতিমধ্যেই একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী স্বাস্থ্য দফতরকে প্রতিদিন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পুর স্বাস্থ্যকর্মীদের প্রতিদিন অন্তত ৫০টি করে বাড়ি পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা হল উত্তর ২৪ পরগনা জেলায়। আর সংক্রমণের তালিকায় অতি বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে ১৬টি পুরসভাকে।

আরও পড়ুন: বাড়ছে ডেঙ্গি, হাসপাতালে বেড সংরক্ষণ, হেল্পলাইন চালু করেছে KMC

স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, এই অতি বিপজ্জনক ১৬ পুরসভার মধ্যে ১১ টি পুরসভা রয়েছে উত্তর ২৪ পরগণায়। শেষ চার সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী এই ১৬ টি পুরসভাকে অতি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। এই পুরসভাগুলির মধ্যে যেমন রয়েছে কামারহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদম, দমদম, বিধান নগর, নৈহাটি, উত্তরপাড়া, বারাসত, অশোকনগর কল্যাণগড় পুরসভা রয়েছে তেমনি রয়েছে হাওড়া, শ্রীরামপুর, বালি, বরাহনগর, পানিহাটি, বারাকপুর, রাজপুর সোনারপুর প্রভৃতি পুরসভা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এই সমস্ত পুরসভাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনার পাঁচটি পুরসভায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। আবার অন্যান্য পুরসভাগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় একই রয়েছে বা কমেছে।  

এরমধ্যে বিধাননগর পুরসভায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বর্তমানে কমেছে। বর্তমানে সেখানে ২০০০ মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এছাড়া উত্তর দমদম, দক্ষিণ দমদম, বারাকপুর, নৈহাটি অশোকঘর কল্যাণগড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমেছে। আবার পানিহাটি, দমদম, বরাহনগর, কামারহাটিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে।  উত্তর ২৪ পরগনা জেলার  গ্রামীণ অঞ্চলগুলিতেও ডেঙ্গি ব্যাপক আকার নিয়েছে। যার মধ্যে  হাবড়া, গুমা, বনগাঁয় সংক্রমণ সবচেয়ে বেশি। উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি নদিয়াতেও ডেঙ্গি পরিস্থিতি ভয় ধরাচ্ছে। নদিয়ার হরিণঘাটা ও রানাঘাটে ডেঙ্গি সংক্রমণ সবচেয়ে বেশি। এছাড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ও হুগলি মিলিয়ে ৪২,০৫০টি বেসরকারি মালিকানাধীন জায়গাকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্য দফতরের বৈঠক হয়েছে। সেই বৈঠকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নির্মীয়মাণ বাড়ি এবং বহুতলের ছবি তুলে গুগল ফর্মে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

1 hour ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

1 hour ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

4 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

13 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

14 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

14 hours ago