Home আপডেট 4 State Assembly Election Results: অ্যান্টি বিজেপি হাওয়াতে মোদীর কোন মাস্টারস্ট্রোক ? কংগ্রেস মুছে গেল, রাহুল গান্ধীর ডাউনফল

4 State Assembly Election Results: অ্যান্টি বিজেপি হাওয়াতে মোদীর কোন মাস্টারস্ট্রোক ? কংগ্রেস মুছে গেল, রাহুল গান্ধীর ডাউনফল

4 State Assembly Election Results: অ্যান্টি বিজেপি হাওয়াতে মোদীর কোন মাস্টারস্ট্রোক ? কংগ্রেস মুছে গেল, রাহুল গান্ধীর ডাউনফল

[ad_1]

4 State Assembly Election Results: ৩ রাজ্যে অ্যান্টি বিজেপি হাওয়া সত্ত্বেও কী খেল দেখালেন মোদী? মধ্যপ্রদেশ শিওর হলেও রাজস্থান ছত্তিশগড় চমকে দিয়েছে কংগ্রেস কি হিন্দি বলয় থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে পুরোপুরি? ২০২৪র আগে বিজেপির অবস্থা কোন জায়গায় দাঁড়াল জানুন। কংগ্রেসই কি কংগ্রেসকে হারালো? যদিও তেলেঙ্গানায় পুনর্জন্ম হল সেটা বড় কথা কিন্তু রাজস্থান আর ছত্তিশগড়ের গেম কীভাবে পাল্টালেন মোদী? কর্ণাটকে হারের পর কিছুটা হলেও ব্যাকফুটে যেতে হয়েছিল বিজেপিকে। কিন্তু এই রেজাল্ট যে নিঃসন্দেহে ২০২৪এর আগে আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিল গেরুয়া শিবিরের এমনটা বলছেন সব মহলই। ফলাফল যা দাঁড়াল তাতে চারে তিন বিজেপি, এক কংগ্রেস কর্ণাটকের পর তেলেঙ্গানা দিয়ে কংগ্রেসের যাত্রা শুরু কিন্তু লোকসভা নির্বাচনের আগে অতি গুরুত্বপূর্ণ হিন্দি বলয় কংগ্রেস দাহা ফেল করল।

কেন ছত্তীসগঢ়ে ধরাশায়ী হল কংগ্রেস? ছত্তীসগঢ়ের হাওয়ায় বলছে মহাদেবের কোপে’ই গদিচ্যুত হতে হল মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলকে। গত ৭ নভেম্বর প্রথম দফায় মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোট হয়েছিল। বাকি ৭০টিতে হয়েছিল ১৭ নভেম্বর কিন্তু সেই নির্বাচনের ঠিক আগেই পাহাড়প্রমাণ অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী বঘেলের বিরুদ্ধে। ইডির অভিযোগ ছিল, কংগ্রেসের নির্বাচনের খরচ জোগাতে সংযুক্ত আরব আমিরশাহি থেকে অসীম দাস নামে এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। ‘মহাদেব’ অ্যাপের মালিকেরা। এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটপ্রচারে ছত্তীসগঢ়ে গিয়ে নিশানা করেন বঘেলকে। যদিও বঘেল সব অভিযোগ অস্বীকার করেছেন তবে ভোটের বাজারে কংগ্রেসের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় মহাদেব অ্যাপ। এবার সরকারের ‘পথের কাঁটা’ হিসেবে অন্যতম মাওবাদী দমনে কংগ্রেসি ‘নিষ্ক্রিয়তা’। এছাড়াও কংগ্রেসের ‘অস্ত্র’ হিসাবে ছিল কৃষিঋণ মকুব, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, ধানের দাম কুইন্টাল প্রতি ৩২০০ টাকা করা সহ একাধিক প্রকল্প থাকলেও কিন্তু এই কোনও অস্ত্রেই বোধহয় শান দেওয়া হয়নি কংগ্রেসের। যার বড় ফায়দা পেল বিজেপি।

আর রাজস্থান সেখানে মোদীর জাদুতে জাদুকর গেহলট হলেন ফিকে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন তাৎপর্যপূর্ণ হল রাজস্থানে এবার বিজেপির ঘর ছিল বেশ অগোছালো মোদী-অমিত শাহরা মনে করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মুখ আর চলবে না তাঁর বিরুদ্ধেই দলের মধ্যে ও বাইরে অসন্তোষ রয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই রাজস্থান প্রচারে মুখ করেছিল বিজেপি। হয়তো সেটাই বড় কাজে লেগে গেল এবার। এদিকে পর্যবেক্ষকদের অনেকের মত এবার রাজস্থানে কংগ্রেসের এই বিপর্যয়ের পর কোন্দল ও কাদা ছোড়াছুড়ি আরও বাড়তে পারে গেহলট ও পাইলটের মধ্যে। এদিকে রাহুল গান্ধী নতমস্তকে মেনে নিয়েছেন এই হার। এদিকে মধ্যপ্রদেশে বিজেপির জয়জয়কার অব্যাহত
তাহলে কংগ্রেসের হাতে হিন্দি বলয়ের কতটুকু থাকল? সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশের ৪০৩ আসনের মধ্যে কংগ্রেসের দুই ৯০ আসনের হরিয়ানায় কংগ্রেসের হাতে ৩০।

এ বার হাতছাড়া রাজস্থান, ছত্তীসগঢ় মধ্যপ্রদেশও হিন্দি-ভারতে দুর্বলতার জন্যই কংগ্রেসের লোকসভার আসন কমতে কমতে ৫০-এ গিয়ে ঠেকেছে। সংসদে বিরোধী দলের মর্যাদাও নেই। আসন্ন লোকসভা নির্বাচনের আগে হিন্দি-ভারতের তিন রাজ্যের ফল যেমন বিজেপির জন্য উল্লাসের তেমনই কংগ্রেসের ব্লাড প্রেসার বাড়িয়ে দিল কয়েকগুণ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here