Home আপডেট 6th Pay Commission DA hike: এতো ভিক্ষা !৪% DA বৃদ্ধি নিয়ে কটাক্ষ বিরোধীদের

6th Pay Commission DA hike: এতো ভিক্ষা !৪% DA বৃদ্ধি নিয়ে কটাক্ষ বিরোধীদের

6th Pay Commission DA hike: এতো ভিক্ষা !৪% DA বৃদ্ধি নিয়ে কটাক্ষ বিরোধীদের

[ad_1]

অ্যালেন পার্কে বড় দিনের উৎসবের উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি বড় ঘোষণা করছেন। রাজ্য সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করছেন।

কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ এই ঘোষণায় মোটেই খুশি নয়। তাদের মতে, ‘মুখ্যমন্ত্রী ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। ডিএ-র ব্যবধান ছিল ৪০ শতাংশ। ৪ শতাংশ ডিএ দিয়ে আমাদের ভোলাতে চাইছেন মুখ্যমন্ত্রী। আমরা ভিক্ষা চাইছি না। ডিএ চাইছি।’

মুখ্যমন্ত্রীর এই ডিএ ঘোষণা নিয়ে একই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি একে ‘ভিক্ষা’ বলে কটাক্ষ করেছেন। তিনি কেন্দ্রের দেওয়া ডিএ-র সঙ্গে তুলনা করে বলেন, ‘অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তুলনায় এটা তো ভিক্ষা। অত্যাধিক উত্তেজনা যখন বাড়ে, তখন রাজ্য সরকার একটু জল ছিটিয়ে দেয়। এতে তো সরকারি কর্মীদের দাবি পূরণ হচ্ছে না। এখন তাঁরা ভাবুন তাঁরা কী করবেন।’

(পড়ুন। ‘এটা এক্সট্রা’, DA বৃদ্ধির সময় ভবিষ্যতেরও ইঙ্গিত মমতার, বললেন ‘৪ বছরে ১০% DA….’)

ডিএ ঘোষণার সময় মুখ্যমন্ত্রী আবারও বলেন, ডিএ বাড়ানো রাজ্য সরকারের কাছে বাধ্যতামূলক এটি ঐচ্ছিক নয়, এটি ঐচ্ছিক। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা জানেন যে আমরা আমাদের প্রাপ্য অনেক টাকাই পাই না। তা নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করে এসেছি। এখনও আমাদের ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া আছে। তা সত্ত্বেও আমরা যেটা দিতে পারছি। ২০১৯ সালের পরে ১০ শতাংশ ডিএ হয়ে গেল। ফলে আগে যেটা ছিল ১২৫ শতাংশ। এখন সেটা হল ১৩৫ শতাংশ। এই চার বছরের টা ক্যালকুলেশন করে (বললাম)। তাই একটু মিষ্টিমুখ, সুখনিন্দ্রা ও তাঁদের পরিবারের শুভ কামনা করি। ওঁরা এটা পাওয়ার যোগ্য।’

মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণাকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেন,’সামনে লোকসভার ভোট। মুখ রক্ষার জন্য এসব করা হচ্ছে। ৪ শতাংশ দিয়ে কী হবে! ফারাক তো এখনও অনেকটাই থেকে গেল। কেন্দ্রের সমান সমান ডিএ দিতে হবে।’

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here