Home ব্লগবাজি উন্মাদ ~ সুচেতনা সেন

উন্মাদ ~ সুচেতনা সেন

উন্মাদ   ~   সুচেতনা সেন
উন্মাদ ~


ধুলো ধরা অবসর
উন্মাদ মুচকি হাসি - গাঁটে ব্যথা
অবসাদ কুঁড়ে খায় শরীর সময়
স্থবির হতে - চারিদিকে ব্যস্ত স্থবিরতা -
খানিকটা রাতজাগা -বধির সব
মুক হয়ে থাকে - আরব্য রজনী গল্প বলে
উপকথা রূপকথা পাতা ওলটানো ;
শরীরে সুরের তারগুলো কেটে গেলে -
শরীর এখন কাঁটাঝাড়ে পূর্ণ অন্ধকার জঙ্গল ;
স্থবিরতা চেয়ে নিই - তবুও সেই নদীর চরে
কোনো ভোরে লাল সূর্য ওঠে - তার আলো নিয়ে
জলে কটা হাঁস খুব খেলে ; ডুব দেয় ভাসে ওঠে -
বুকের মাঝে ডুব দিয়ে দেখি অন্ধকার
দু একটা  হিজিবিজি আঁকর কাটা পাতা যেন
কোথায় ঘষা  কাঁচের জানালা আধখানা খোলা
একটু জোর করে পায়ে চাপ দিয়ে উঠি -তারপর চলি
দীর্ঘশ্বাস ; গোল চৌকো শঙ্কু প্রিজমের  দুপুর রাত  -
নদীময় হলে
জোনাকিগুলো উড়ে গেল
পিয়ালের মাথা থেকে -
নিঝুম নরম রাতের হাতে  - বুনো চাঁদ
একাদশীর আকাশে -বিরহী- বিয়োগী হয়ে
গান গায় -সেই সুরে
জ্যোৎস্নার পাতা সব
উড়ে উড়ে পড়ে চারিধারে
জানালা খোলা নদী জলে
কাগজের নৌকা হয়ে কেবল ভাসে ....

সুচেতনা সেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here