Home আপডেট Aadhaar card grievance portal: আধার কাজ করছে না? নয়া পোর্টাল চালু করছে রাজ্য! দেবে আলাদা কার্ড, আটকাবে না টাকা

Aadhaar card grievance portal: আধার কাজ করছে না? নয়া পোর্টাল চালু করছে রাজ্য! দেবে আলাদা কার্ড, আটকাবে না টাকা

Aadhaar card grievance portal: আধার কাজ করছে না? নয়া পোর্টাল চালু করছে রাজ্য! দেবে আলাদা কার্ড, আটকাবে না টাকা

[ad_1]

পশ্চিমবঙ্গের যে মানুষদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাঁদের জন্য নয়া পোর্টাল চালু করছে রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সেই ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের যে যে ব্যক্তিদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাঁরা যাতে কোনও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতেই ‘আধার গ্রিভ্যান্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে একটি পোর্টাল চালু করা হচ্ছে। সেই পোর্টালের মাধ্যমেই তাঁরা যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন বলে দাবি করেছেন মমতা।

সোমবার নবান্ন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ওয়েব পোর্টাল চালু করছি। সেটার মাধ্যমে মুখ্যমন্ত্রীকেই সরাসরি জানাবে যে (আধার কার্ড থেকে) কার কার নাম কাটা হয়েছে। যাঁদের যাঁদের নাম কাটা হচ্ছে, আমরা তাঁদের একটা আলাদা কার্ড দেব। যাতে তাঁরা কোনওরকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন। হ্যাঁ, সমস্যা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের হয়ত টাকা দেবে না। কোথাও আমরা একটি ভিডিয়ো ক্যাম্প বসিয়ে সেই ক্যাম্প থেকে (টাকা) দিয়ে দেব। তার পুরো রেকর্ডিং থাকবে। ভিডিয়ো থাকবে।’

মমতা আরও বলেন, ‘তাঁরা (আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া ব্যক্তি) কোনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কোনও গরিব মানুষকে না খেয়ে আমি মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেব না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি – আধার গ্রিভ্যান্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আগামিকাল থেকে সেটা শুরু হবে। যাঁদের কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছে, তাঁরা যেন অবিলম্বে আমাদের জানান।’

আরও পড়ুন: Sukanta on Aadhaar Card: কোথাও কোনও অভিযোগ করার দরকার নেই, সোমবার রাতের মধ্যে চালু হয়ে যাবে বন্ধ সব আধার

সেইসঙ্গে তিনি বলেন,‘তাঁরা যে সুবিধা পাচ্ছিলেন, তা থেকে যাতে বঞ্চিত না হন, কেউ যেন নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত না হন, কেউ যেন গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হন, কেউ যেন অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত না হন, কেউ যেন সামাজিক অধিকার থেকে বঞ্চিত না হন, কেউ যেন সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত না হন, সেটা দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। এটা দিল্লি। এভাবে নির্বাচনে জেতা যায় না।’

যদিও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেন, প্রযুক্তিগত কারণে আধার কার্ডের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা গিয়েছে। কিন্তু তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে দাবি করেন শান্তনু। সেইসঙ্গে যে ব্যক্তিদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাঁদের জন্য হোয়্যাটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডি দিয়েছেন। হোয়্যাটসঅ্যাপ নম্বর হল 9647534453। আর ইমেল আইডি হল aadharsthakurbari@gmail.com।

আরও পড়ুন: Suvendu on Aadhaar Deactivation: ‘২৪ ঘণ্টায়…’, আধার বাতিল নিয়ে ময়দানে শুভেন্দু, রাঁচির ঘাড়ে দোষ চাপিয়ে কথা শাহের সঙ্গে

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here