Home আপডেট Abhijit Ganguly: মাথা নত করব না, আর কিছু না পারি বলব যে আমি এই দুর্নীতি মানছি না:জাস্টিস গাঙ্গুলি

Abhijit Ganguly: মাথা নত করব না, আর কিছু না পারি বলব যে আমি এই দুর্নীতি মানছি না:জাস্টিস গাঙ্গুলি

Abhijit Ganguly: মাথা নত করব না, আর কিছু না পারি বলব যে আমি এই দুর্নীতি মানছি না:জাস্টিস গাঙ্গুলি

[ad_1]

‘মাথা নত করব না। আর যদি কিছু না পারি বলব যে, আমি এটা মানছি না’। শুক্রবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণী বঙ্গসংস্কৃতি উৎসব ও মেলার উদ্বোধন করে এই কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আর রাত ১২টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত।

শুক্রবার সন্ধ্যায় কল্যাণীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘তদন্ত আটকানোর নামে মানুষের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কী করতে যাওয়া হচ্ছিল। আমি তো আজকে জানতে চাইব, মোট কত টাকা খরচ হল? রাজ্যপাল কেন এখনও সাংবিধানিক কাঠামো ধ্বংস হয়ে গেছে এটা ঘোষণা করছেন না?’

সাংবাদিকদের বিচারপতির পরামর্শ, ‘কারা সংগঠিত হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। আমি মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আর রাত ১২টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত’। পালটা প্রশ্ন করে তিনি জিজ্ঞাসা করেন, ‘পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়?’

এর পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না। আমরা তো বেশ কিছুদিন হল পশ্চিমবঙ্গে বসবাস করছি। একটা ৩৪ বছর কাটিয়েছি, একটা ১২ বছর কাটাচ্ছি। তার আগেও কিছু সময় কাটিয়েছি। কিন্তু এই ধরণের দুর্নীতি, এই ধরণের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে’।

তিনি বলেন, ‘অনেকেই অনেক কথা বলবেন। কিন্তু আমাদের যে দিকে তাকিয়ে থাকতে হবে সেটা হল, আমরা মাথা নত করব না। প্রত্যেকটা মানুষ যে কোনও পরিবেশে, যে কোনও পর্যায়ে আর যদি কিছু না পারি বলব যে, আমি এটা মানছি না। এইটুকু স্বাক্ষর অন্তত আমরা যদি রেখে যেতে পারি। সেটা করতে পারলে আজকে অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনীত হচ্ছে তাকে পরাজিত করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। আমার বিশ্বাস, বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে। বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে’।

শুক্রবার সন্দেশখালির ঘটনা নিয়ে এজলাসে তীব্র প্রতিক্রিয়া জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘তদন্তকারীরা আক্রান্ত হলে কী করে তদন্ত হবে? রাজ্যপাল কেন রাজ্যের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে বলে রিপোর্ট দিচ্ছেন না বুঝতে পারছি না।’ সিবিআইয়ের আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কী করছেন? আপনাদের বাহিনী গুলি চালাতে জানে না? ২ জনকে মেরেছে, ২০০ জনকে পাঠান।’ 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here