Home আপডেট Abhijt Ganguly vs Abishek Banerjee: নাম না করে অভিষেককে দুষ্কৃতী বললেন অভিজিৎ, লাখ-লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন

Abhijt Ganguly vs Abishek Banerjee: নাম না করে অভিষেককে দুষ্কৃতী বললেন অভিজিৎ, লাখ-লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন

Abhijt Ganguly vs Abishek Banerjee: নাম না করে অভিষেককে দুষ্কৃতী বললেন অভিজিৎ, লাখ-লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন

[ad_1]

‘দুষ্কৃতীর বেশি কিছু মনে করি না’, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনই ভাষায় আক্রমণ করলেন ‘প্রাক্তন’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম নিচ্ছেন না, সেই কারণও ব্যাখ্যা করে দেন। তাঁর দাবি, ‘ওই নামটাকে আমি অপভাষা বলে মনে করি।’ সেইসঙ্গে নাম না করে অভিষেককে চ্যালেঞ্জ ছুড়ে ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায় দাবি করেন, ডায়মন্ড হারবারে যদি তাঁকে টিকিট দেয় বিজেপি, তাহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লাখ-লাখ ভোটে দাঁড়িয়ে দেবেন।

নারদ মামলা আদতে ‘তালপাতার সেপাই’-র চক্রান্ত

বিজেপিতে যোগদানের খবর জানানোর পরই নারদ মামলায় পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ক্লিনচিট দিলেন ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায়। নাম না করে তিনি দাবি করেন, পুরোটাই অভিষেকের চক্রান্ত। যাতে রাজনৈতিক ময়দানে উঠে আসতে পারেন, সেজন্য তৃণমূলের শীর্ষনেতাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ করেছেন ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: Abhijit Ganguly: বিজেপিতে যোগ দিচ্ছি, অনুপ্রেরণা দিয়েছে তৃণমূল, ইস্তফা দিয়েই জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়,৭ই মার্চ ধামাকা

সেই রেশ ধরে নাম না করে অভিষেককে ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায় ‘তালপাতার সেপাই’ বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, কেউ-কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনও ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন, আমি জানি না।’

লাখ-লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ অভিষেককে

লোকসভা ভোটে অভিষেক বনাম অভিজিতের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা ঘিরে ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘দাঁড়ালে দাঁড়াবেন। আমি কি ভয়ে পালিয়ে যাব? বিজেপি যদি আমায় তাঁর বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয়ে পালিয়ে যাব? আমি দেখিয়ে দেব, তাঁর দুর্বৃত্ত দলকে কীভাবে মোকাবিলা করতে হয়। তাঁর পরিষ্কার একটা দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে। তাঁদের মোকাবিলা করেই ডায়মন্ড হারবারে তাঁকে লাখ-লাখ ভোটে হারাব।’

অভিষেক নামটাই একটা ‘কুকথা’, নাম না করে বললেন অভিজিৎ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন কিনা, সেই প্রসঙ্গে ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ হিসেবে মনে করি। কোনও তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতীর বেশি অন্য কোনও সম্মান দিতে পারব না।’

কাকে ‘তালপাতার সেপাই’ বলছেন, সেই নামটা কেন তিনি নিচ্ছেন না, সেই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন, ‘না, নাম নিতে পারব না। আমি কি এখানে কোনও কুকথা বলতে এসেছি যে আমি তার নামটা নেব। সেই নামটাকে আমি অপভাষা বলে মনে করি।’

আরও পড়ুন: Justice Ganguly LIVE: ‘তালপাতার সেপাই’, নাম না করে অভিষেককে চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here