Home খেলাধুলো CAB’র প্রেসিডেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন অভিষেক ডালমিয়া,সচিব স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায়

CAB’র প্রেসিডেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন অভিষেক ডালমিয়া,সচিব স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায়

CAB’র প্রেসিডেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন অভিষেক ডালমিয়া,সচিব স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায়

প্রত্যাশা ছিল। এবার প্রত্যাশা বাস্তবে পরিনত হতে চলেছে। প্রত্যাশামতো সিএবি’র প্রেসিডেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে চলেছেন অভিষেক ডালমিয়া এবং সচিব হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ‌্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায়।

আগামী ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সিএবির বিশেষ সাধারণ সভায় দু’জনে এই পদে আসবেন। প্রয়াত জগমোহন ডালমিয়া একসময় সিএবির যে পদে অধিষ্ঠিত ছিলেন এবার সেই একই পদে আসতে চলেছেন তাঁর পুত্র অভিষেক। সিএবির ইতিহাসে কনিষ্ঠতম প্রেসিডেন্টও হতে চলেছেন তিনি। কেউ ৩৮ বছর বয়সে বাংলার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হননি।

স্নেহাশিস সেই পদে আসতে চলেছেন যে পদ থেকে ভাই সৌরভ গঙ্গোপাধ‌্যায়ের প্রশাসনিক কেরিয়ার শুরু হয়েছিল। সিএবি সচিবের পদ। স্নেহাশিস বা অভিষেক কারও বিরুদ্ধেই কোনও মনোনয়ন জমা পড়েনি।