Home খেলাধুলো ছোটদের কাছেও আই লিগে লজ্জার হার লাল হলুদের

ছোটদের কাছেও আই লিগে লজ্জার হার লাল হলুদের

ছোটদের কাছেও আই লিগে লজ্জার হার লাল হলুদের

 

∆ ইস্টবেঙ্গল: ০
∆ ইন্ডিয়ান অ্যারোজ: ১ (বিক্রম প্রতাপ)

ডার্বিতে হারের পরে বাস্তব রায়ের কোচিংয়ে চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে জয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। ডার্বির হতাশা-কোচ বদলের সমস্যা সামলে উঠেছিল শতবর্ষের দল বলেই আশা করা হয়েছিল । তারপরেই ঘরের মাঠে বিদেশিহীন ইন্ডিয়ান অ্যারোজের কাছে জঘন্য হারের সম্মুখীন হতে হল ক্লাবকে। সাথে ক্ষীণ হল আই লিগ জয়ের আশা।

প্রসঙ্গত আই লিগে ডার্বি-সহ টানা তিনটি হারের পরই ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো গার্সিয়া। তাঁর জায়গায় এসেছেন তাঁরই সহকারী মারিও। কল্যাণীতে উপস্থিত ছিলেন তিনি। আই লিগের খেতাবি লড়াইয়ে ফিরতে হলে এই ম্যাচ জিততেই হত ইস্টবেঙ্গলকে। গোলের একাধিক সুযোগ তৈরি করেও ব্যর্থ হন মার্কোসরা। এদিন দলে ফিরেছিলেন স্টপার ক্রেসপি মার্টিও। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৫৯ মিনিটের মাথায় অ্যারোজের হয়ে গোল করেন বিক্রম প্রতাপ। তারপর আর খেলায় ফিরতে পারেনি ইস্টবেঙ্গল।ক্রোমা নেমে গোলের অত্যন্ত সহজ সুযোগ মিস না করেন।

অ্যারোজ কোচ ভেঙ্কটেশের অ্যাটাকিং ফুটবল খেলার স্ট্র্যাটেজি এদিন দুর্দান্তভাবে কাজে লাগল। এই নিয়ে চলতি লিগে দুটি ম্যাচ জিতল অ্যারোজ। ম্যাচ হারার ফলে ৯ ম্যাচে এখন ইস্টবেঙ্গলের ১১ পয়েন্ট।