Abhishek reaction on ED summon: ‘‌স্পষ্ট বোঝা যাচ্ছে, কারা বিচলিত, কারা ভয় পেয়েছে’‌, ইডি তলব নিয়ে সোচ্চার অভিষেক


নয়াদিল্লিতে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওই কর্মসূচির দিনকেই বেছে নিয়ে তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। আর তা নিয়েই এবার সোচ্চার হলেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেক নিজে এই সমনকে সামনে রেখে আবারও সরব হলেন সোশ্যাল মিডিয়ায়। আগেও তাঁকে নবজোয়ার কর্মসূচি এবং ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকের সময় তলব করা হয়েছিল। তখন তিনি হাজিরা দিয়ে বলেছিলেন, নির্যাস মাইনাস ২। আবার ডাকলে সেটা হবে মাইনাস ৪। এবার কি তাহলে সেটাই হল?‌ উঠছে প্রশ্ন।

এবার আবার তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কাকতালীয়ভাবে এমন একটি দিনে তলব করা হয়েছে, যে দিন আবারও নয়াদিল্লিতে থাকার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সেদিন ধরনা দেওয়ার কথা রাজধানীতে। এবার সমন পেয়ে তাই অভিষেক রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্বকেই সামনে নিয়ে এলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা–মাকেও লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় (‌অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়কে)‌ তলব করল ইডি। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হল সিজিও কমপ্লেক্সে। গোটা বিষয়টি নিয়ে টুইট করেছেন অভিষেক।

ঠিক কী লিখেছেন অভিষেক?‌ আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। নথি নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে। এদিন সমনের সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক। আর লেখেন, ‘‌আগামী ৩ অক্টোবর দিল্লিতে বাংলার প্রাপ্য টাকার দাবিতে প্রতিবাদ আন্দোলন রয়েছে। আর তার আগে আজ আবারও আমাকে ডেকে পাঠিয়ে সমন পাঠানো হল। এতে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে, ঠিক কারা উদ্বিগ্ন, ভীত এবং সন্ত্রস্ত। স্পষ্ট বোঝা যাচ্ছে, কারা বিচলিত, কারা ভয় পেয়েছে।’‌ তবে হাজিরা দেবেন কি না সেটা খোলসা করেননি।

আরও পড়ুন:‌ রামমোহনের জন্মস্থান রেল পরিষেবা থেকে বঞ্চিত, খানাকুলে আজও যায়নি লাইন

আর কী লিখেছেন তিনি?‌ এদিন নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি ভিডিয়ো পোস্ট করে বিজেপি যে ভয় পেয়েছে সেটা তুলে ধরেছেন। আর এক্স–হ্যান্ডেলে লিখেছেন, ‘‌চলতি মাসের গোড়ায়, কাকতালীয় ভাবে দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকের দিনই আমাকে ডেকে পাঠানো হয়। বাধ্য নাগরিকের মতোই সেই সমন অনুযায়ী হাজিরা দিই আমি। স্বৈরাচারীদের নিয়মই হল ক্ষমতার অপব্যবহার করা। ওরা আসলে ভয় পেয়েছে।’‌ গত ২৫ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পত্তির খতিয়ান পেশ করে ভর্ৎসনা শুনতে হয় ইডি–কে। তার পরই নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচির দিনই তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

45 mins ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

47 mins ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

4 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

13 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

13 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

13 hours ago