সংক্রমণের হার ফের কিছুটা বাড়লেও পশ্চিমবঙ্গে আরও কমল সক্রিয় কোভিডরোগীর সংখ্যা

সংক্রমণের হারের বিচারে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে গত ২৪ ঘণ্টায়। টেস্টের সংখ্যা না বাড়লেও সংক্রমণ বেড়েছে। কলকাতাতেও সংক্রমণ আগের দিনের তুলনায় বেড়েছে। তবে সক্রিয় রোগীর সংখ্যা আরও কিছুটা কমেছে।স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৮ হাজার ৪৮৮।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৪ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৭১ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ২০৯ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২০ শতাংশে।

রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৭ হাজার ৯৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৬২ জন সক্রিয় রোগী কমেছে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৩০ শতাংশ।

সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার বেশ কিছুটা বেড়েছে। এই সময়সীমায় রাজ্যে ৩০ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। বিপরীতে সংক্রমণের হার ছিল ২.৪০ শতাংশ।গত কয়েকদিনের কলকাতার করোনা পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে যে শহরে কোভিডের নতুন যে ছোটোখাটো একটা বৃদ্ধি এসেছিল, সেটা শিখর ছুঁয়ে ফেলেছে। সংক্রমণ কিন্তু ক্রমশ কমতেও শুরু করেছে। উত্তর ২৪ পরগণাতেও সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

শহরে গত ২৪ ঘণ্টায় ২০৫ এবং উত্তর ২৪ পরগণায় ১৪৬ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ২০৮ এবং ১২৬ জন। কলকাতায় ২ আর উত্তর ২৪ পরগণায় ৪ জনের মৃত্যু হয়েছে।

কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৫৭, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ৩০ হাজার ২০৬। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২,১৫৮ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ৩২৭ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫১৭৪ এবং ৪৮৫৫ জনের।

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Sundarbans forest worker killed: সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু

চোরশিকারীদের হাতে বনকর্মী খুনের ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করল সন্দরবন কোস্টাল থানার পুলিশ।…

5 hours ago

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত পাহাড়ি…

5 hours ago

CPM leader arrest with money: ভোটের মধ্যে সীমান্তে প্রচুর বাংলাদেশি মুদ্রা সহ ধৃত CPM নেতা, শাস্তির দাবি TMC-র

সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু পাচার বা সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এবার সীমান্তে প্রচুর…

5 hours ago

Hotel owner beaten: হোটেল থেকে AC-র রিমোট, চাবি চুরির চেষ্টা, বাধা দেওয়ায় তারাপীঠে আক্রান্ত মালিক

টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর…

5 hours ago

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং

ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক…

6 hours ago

Illegal construction: বেআইনি নির্মাণ কীভাবে রুখতে হবে? সব পুরসভাকে পুস্তিকা পাঠাল পুর দফতর

গার্ডেনরিচ কাণ্ডের পরে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তবে বেআইনি নির্মাণের অভিযোগ শুধু…

6 hours ago