Home আপডেট Agnimitra Paul: TMCর সঙ্গে সংসদে রং বোমা হামলার চক্রীর যোগ, দাবি করে রাজ্যকে কটাক্ষ অগ্নিমিত্রার

Agnimitra Paul: TMCর সঙ্গে সংসদে রং বোমা হামলার চক্রীর যোগ, দাবি করে রাজ্যকে কটাক্ষ অগ্নিমিত্রার

Agnimitra Paul: TMCর সঙ্গে সংসদে রং বোমা হামলার চক্রীর যোগ, দাবি করে রাজ্যকে কটাক্ষ অগ্নিমিত্রার

[ad_1]

সংসদে রং বোমা হামলায় অভিযুক্তদের একজনকে তৃণমূল নেতা তাপস রায়ের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে বলে দাবি বিজেপির। বৃহস্পতিবার সেই ছবিকে হাতিয়ার করে দেশবিরোধী শক্তির সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এমন কোনও জঙ্গি হামলা আছে না কি যার সঙ্গে বাংলার যোগ পাওয়া যায়নি?’

অগ্নিমিত্রা বলেন, রাজ্যের বাসিন্দা হিসাবে আমরা খুব গর্বিত। সন্ত্রাসবাদীরে আশ্রয় দেওয়ায় পশ্চিমবঙ্গ আজ এক নম্বরে। দেশের হেন কোনও জঙ্গি নেই যার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও যোগ নেই। দেশের যেখানেই জঙ্গি হামলা হোক না কেন তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া যাবেই।

তাঁর প্রশ্ন, ‘NGOর নাম করে যারা এসব কাজ করছে সেখানে রাজ্যের গোয়েন্দা বিভাগ কী করে? তাদের কাজ কি শুধু মুখ্যমন্ত্রীর জন্য তোলাবাজি করা? সরকারের জন্য সিন্ডিকেট চালানো? আমরা বারবার দেখেছি আল কায়দার লোক এখানে এসে আশ্রয় নিয়েছে। হাওড়া থেকে ধরা হয়েছে। জালি আধার কার্ড ভোটার কার্ডের কারখানা তৈরি হয়েছে সোনারপুরে। যেখানে সরকারি দলের নেত্রী বলেন, বাংলাদেশ থেকে এসো আমি ভোটার কার্ড বানিয়ে দেব, সেখানে তো আলাদা করে বলার কিছু নেই’।

বুধবার সংসদ হামলার বর্ষপূর্তিতে লোকসভায় রং বোমা নিয়ে হামলা চালান ২ যুবক। তাদের সাহায্যকারী ললিত ঝা নামে এক যুবক কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। বড়বাজারে রবীন্দ্র সরণীতে এক চিলতে ঘরে ভাড়া থাকেন তিনি। এমনকী এরাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও তাঁর যোগ পাওয়া গিয়েছে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here