Home আপডেট “করোনা আসলে কি, তা বুঝতেই পারছেন না প্রধানমন্ত্রী”: রাহুল গান্ধী, অক্সিজেন, ভ্যাকসিন ক্রাইসিস এর জন্য দায়ী কে? প্রশ্ন প্রিয়াঙ্কার

“করোনা আসলে কি, তা বুঝতেই পারছেন না প্রধানমন্ত্রী”: রাহুল গান্ধী, অক্সিজেন, ভ্যাকসিন ক্রাইসিস এর জন্য দায়ী কে? প্রশ্ন প্রিয়াঙ্কার

“করোনা আসলে কি, তা বুঝতেই পারছেন না প্রধানমন্ত্রী”: রাহুল গান্ধী, অক্সিজেন, ভ্যাকসিন ক্রাইসিস এর জন্য দায়ী কে? প্রশ্ন প্রিয়াঙ্কার

প্রাণঘাতী করোনাভাইরাসের কামড়ে ছিন্নভিন্ন গোটা দেশ। মৃত্যুঝড় প্রতিদিনই হাজার-হাজার মানুষের প্রাণ কাড়ছে। শহর থেকে গ্রাম- সর্বত্র গণচিতার ধুম পড়েছে। সেই সঙ্গে গোঁদের উপর বিষ ফোঁড়ার মতো হয়ে দেখা দিয়েছে টিকা সঙ্কট। দেশজুড়ে করোনার টিকা নিয়ে চলছে হাহাকার। কার্যত কেন্দ্রের বিজেপি সরকার হাত গুটিয়ে বসে। শুক্রবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন এক সাংবাদিক সম্মেলনে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘করোনা আসলে কি, তা বুঝতেই পারছেন না প্রধানমন্ত্রী। করোনা যে শুধুমাত্র এক রোগ নয়, প্রতি মুহুর্তে বদলে যাওয়া এক মারণ রোগ, তা উপলব্ধি করতে পারছেন না তিনি।’

গত ফেব্রুয়ারি মাসে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করে প্রধানমন্ত্রীকে যে চিঠি পাঠিয়েছিলেন, সেই প্রসঙ্গে উত্থাপন করে ওয়ানাডের কংগ্রেস সাংসদ বলেন, ‘আমরা যে কেউ দেশের শত্রু নই, তা বুঝতে হবে প্রধানমন্ত্রীকে। আমরা সবাই চাই দেশের মানুষের প্রাণহানি রুখতে, তাঁদের বাঁচিয়ে রাখতে। আজ দেশ যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তা আসত না যদি ফেব্রুয়ারিতে আমাদের পরামর্শ শুনতেন প্রধানমন্ত্রী।’

করোনার মতো প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান অস্ত্র যে করোনার টিকা, তা উল্লেখ করে রাহুল বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ের অনেক পথ রয়েছে। তবে সেরা হাতিয়ার অবশ্যই টিকাকরণ। করোনার সংক্রমণ রুখতে বেশি করে সাধারণ মানুষকে টিকা দিতে হবে। আর তার জন্য চাই সুস্পষ্ট টিকা নীতি। শুধুমাত্র মিথ্যে কথা বলে, মিথ্যে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়।’ এ প্রসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার কথা যেভাবে ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছিল মোদি সরকার, সেই প্রসঙ্গও উত্থাপন করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

অন্যদিকে গোটা দেশে অক্সিজেন ক্রাইসিস নিয়ে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

এদিন তিনি জানিয়েছেন, ‘করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেনের সরবরাহ নিয়ে কোনও পরিকল্পনা ছিল না কেন্দ্রের। যার জন্য এই ফল ভুগতে হয়েছে দেশবাসীকে। করোনার দ্বিতীয় ঢেউ-এর জন্য দায়ী কেন্দ্র, আর যারা এই ঢেউতে আক্রান্ত হয়ে মৃত হয়েছেন তাদের পরিবারের বিজেপি সরকারকে প্রশ্ন করা উচিত।’ প্রিয়াঙ্কা গান্ধী একটি নতুন ক্যাম্পইন চালু করেছেন ‘দায়ী কে’। সেখানেই কংগ্রেস নেত্রী জানিয়েছেন, ‘৭০০ অক্সিজেন ভারতে ২০২০ সালে ছিল অক্সিজেন। তখন থেকে বাইরে থেকে কেনার কোনও পরিকল্পনা করেনি ভারত। এটাই স্পষ্ট মোদি সরকারের কাছে কোনও পরিকল্পনা ও চিন্তা ভাবনা ছিল না। তাই অক্সিজেনের ঘাটতি হয়েছে এত মানুষের জীবন গ্যাছে। মোদি সরকারের উত্তর দেওয়া উচিত।’