Home আপডেট ২২ মার্চের পর প্রথমবার দিল্লিতে দৈনিক সংক্রমণ নেমে এল এক হাজারের নীচে

২২ মার্চের পর প্রথমবার দিল্লিতে দৈনিক সংক্রমণ নেমে এল এক হাজারের নীচে

২২ মার্চের পর প্রথমবার দিল্লিতে দৈনিক সংক্রমণ নেমে এল এক হাজারের নীচে

২২ মার্চের পর প্রথম বার রাজধানী দিল্লিতে দৈনিক কোভিড সংক্রমণ নেমে এল এক হাজারের নীচে। একই সঙ্গে আরও অনেকটাই কমে গিয়েছে সংক্রমণের হারও। শনিবার বিকেলে দিল্লির স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে এই খবর জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৫৬ জন। গত ২২ মার্চ ৮৮৮ জনের শরীরে করোনা সংক্রমণের হদিশ মিলেছিল। তার পর, এই প্রথম রাজধানীতে এত কম মানুষ এক দিনে কোভিডের আক্রান্ত হলেন।

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৮০ হাজারেরও ওপরে নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.১৯ শতাংশ। উল্লেখ্য, এই সংক্রমণের হারই গত ২৬ এপ্রিল রেকর্ড করা হয়েছিল ৩৫ শতাংশের ওপরে। অর্থাৎ, সে দিন প্রতি একশো জনের টেস্টে পজিটিভ আসছিল ৩৫ জনের রিপোর্ট। কিন্তু শনিবার সেটাই নেমে এসেছে ১-এ।

এ দিকে, দৈনিক সুস্থতা নতুন সংক্রমণকে ছাপিয়ে যাওয়ায় সক্রিয় রোগীর সংখ্যায় পতনও জারিই রয়েছে দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮০ জন। এর ফলে এখন দিল্লিতে সক্রিয় রোগী কমে এসেছে ১৩ হাজার ৩৫-এ।

তবে মৃতের সংখ্যাটা এখনও কিছুটা চিন্তার। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মারা গিয়েছেন ১২২ জন। তবে সাধারণ ভাবে ধরে নেওয়া হয় যে বর্তমানে যে মৃত্যুর ঘটনাগুলি ঘটছে, সেগুলো দু’সপ্তাহ আগের সংক্রমণের নিরিখে। সে ক্ষেত্রে মৃত্যুহার আদতে ১ শতাংশের আশেপাশেই থাকছে।