Home আপডেট Amrita Sinha: অভিষেকের সম্পত্তির ময়নাতদন্তের নির্দেশ দিতেই, অমৃতা সিনহার স্বামীকে তলব করল CID

Amrita Sinha: অভিষেকের সম্পত্তির ময়নাতদন্তের নির্দেশ দিতেই, অমৃতা সিনহার স্বামীকে তলব করল CID

Amrita Sinha: অভিষেকের সম্পত্তির ময়নাতদন্তের নির্দেশ দিতেই, অমৃতা সিনহার স্বামীকে তলব করল CID

[ad_1]

বৃহস্পতিবারই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে অগ্রগতির রিপোর্ট পেশ করেছে ইডি। এর পরই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বিচারপতির স্বামীকে তলব করল সিআইডি। একটি সম্পত্তি সংক্রান্ত মামলায় এক বৃদ্ধা ও তাঁর মেয়েকে হুমকি দেওয়ার অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার আইনজীবী স্বামীকে তলব করেছে সিআইডি।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা ১১টায় বিচারপতি সিনহার স্বামীকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় এর আগেও তাঁকে একবার তলব করেছে সিআইডি। গত ১ ডিসেম্বর মামলাটিতে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ ছিল বিচারপতি স্বামীর পক্ষে। ওই দিনের শুনানিতে তা প্রত্যাহার করে সিআইডিকে আইনি পদক্ষেপ করার অনুমতি দেয় সর্বোচ্চ আদালত।

বিচারপতির স্বামীর বিরুদ্ধে অভিযোগ, ৬৪ বছরের এক বৃদ্ধা ও তাঁর মেয়েকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছিলেন দাদা ও অন্যান্যরা। সেই মামলায় বৃদ্ধা ও তাঁর মেয়েকে হুমকি দেন তিনি। এমনকী মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের সিসিটিভি ফুটেজও রয়েছে সিআইডির হাতে। এই মামলায় একজনকে গ্রেফতারও করেছিলেন তদন্তকারীরা। অভিযোগ, এই ঘটনার তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বিচারপতি সিনহার স্বামী।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি সিনহার এজলাসে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে ইডি। সেই রিপোর্ট দেখে বিচারপতি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ২০১৪ সালের পর থেকে। আর সেই সময়ই নিয়োগ দুর্নীতি হয়েছে। এই দুইয়ের মধ্যে কী যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখতে হবে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here