Home আপডেট Suvendu Adhikari: জনসভার আগের সন্ধ্যায় হলদিয়ায় ব্যানার পড়ল ‘শুভেন্দু ডাকাত’

Suvendu Adhikari: জনসভার আগের সন্ধ্যায় হলদিয়ায় ব্যানার পড়ল ‘শুভেন্দু ডাকাত’

Suvendu Adhikari: জনসভার আগের সন্ধ্যায় হলদিয়ায় ব্যানার পড়ল ‘শুভেন্দু ডাকাত’

[ad_1]

হলদিয়ায় শুভেন্দু অধিকারীর সভার আগে ব্যানার ঘিরে ছড়াল উত্তেজনা। শুক্রবার হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে জনসভা করার কথা বিরোধী দলেনতার। তার আগের সন্ধ্যায় সভাস্থলের আসে পাশে বিরোধী দলনেতাকে কটূক্তি করে নাগরিক মঞ্চের নামে ব্যানার ঝোলাল কেউ বা কারা। ব্যানারের ভাষাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শুক্রবার দুপুরে সভা শুরু হলে এর প্রতিক্রিয়া হতে পারে বলে মনে করছেন অনেকে।

শুক্রবার হলদিয়ায় বিশাল জনসভার ডাক দিয়েছেন শুভেন্দুবাবু। জনসভায় ৫০ হাজার লোক হবে বলে আগেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে রেখেছেন তিনি। আর সেই সভার আগের সন্ধ্যায় সভাস্থলের আসেপাশে পড়ল শুভেন্দুবাবুর বিরুদ্ধে কটূক্তিতে ভরা ব্যানার। তার কোনওটায় লেখা ‘ডাকাত শুভেন্দু’, কোনওটায় আবার, ‘ত্রিপল চোর গদ্দার অধিকারী হঠাও’। প্রতিটি ব্যানারের নীচে লেখা হলদিয়া নাগরিক কমিটি।

ব্যানারকে কেন্দ্র করে সভাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তাছাড়া শুভেন্দুর সভাস্থলের পাশেই ধরনা মঞ্চ করেছে তৃণমূল। এর জেরে সভা শুরু হলে উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করছেন অনেকে।

স্থানীয় এক বিজেপি নেতা বলেন, শুভেন্দু অধিকারীর সভায় উত্তেজনা ছড়াতে নাগরিক মঞ্চের নামে উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল। বিজেপির সভাস্থলের কাছে কী করে ধরনা মঞ্চ করার পুলিশি অনুমতি পেল তৃণমূল? এই চক্রান্তে প্রশাসনও যুক্ত। সভাস্থলে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দায়ী থাকবে শাসকদল ও প্রশাসন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here