Home আপডেট Arjun Singh writes to EC: চুক্তিভিত্তিক পুরকর্মীদের ভোটের কাজে লাগানো হতে পারে, কমিশনকে চিঠি অর্জুন সিংয়ের

Arjun Singh writes to EC: চুক্তিভিত্তিক পুরকর্মীদের ভোটের কাজে লাগানো হতে পারে, কমিশনকে চিঠি অর্জুন সিংয়ের

Arjun Singh writes to EC: চুক্তিভিত্তিক পুরকর্মীদের ভোটের কাজে লাগানো হতে পারে, কমিশনকে চিঠি অর্জুন সিংয়ের

[ad_1]

ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না। ভোট ঘোষণার দিনেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর দাবি, শাসকদল পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে লাগাতে পারে। বিশ্বস্তসূত্র মারফত তিনি এ খবর জেনেছেন। এই অভিযোগ করে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী।  চিঠিতে তিনি কমিশনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। 

অর্জুনের অভিযোগ

চিঠিতে অর্জুন সিং লিখেছেন, ‘বিশ্বস্তসূত্রে আমি জানতে পেরেছি, পুরসভার কর্মী, চুক্তিভিত্তিক কর্মীদের লোকসভা ভোটের দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। এটা ক্ষমতাসীন তৃণমূলের ভোটে কারচুপি করার ষড়যন্ত্র। আমি নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্য রাজ্য সরকারি কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি। কমিশন যেন তৃণমূল এবং সরকারি কর্মকর্তাদের একাংশের প্রতারণামূলক কৌশলের শিকার না হয়।’

আরও পড়ুন। টক টু মেয়র’ কর্মসূচি চালিয়ে আদর্শ বিধি ভঙ্গ করছেন মেয়র গৌতম দেব, কমিশনে BJP

২০২১ সালের উদাহরণ

অর্জুনের অভিযোগ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে একই কৌশল অবলম্বন করেছিল তৃণমূল। তিনি লিখেছেন, ‘গত বিধানসভা নির্বাচনেও এটি সফল ভাবে করেছিল তারা। তৃণমূল নিযুক্ত এজেন্সি তাদের নির্বাচনী দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন বিভাগে চুক্তির ভিত্তিতে তাদের লোক নিয়োগ করেছে। তারা তৃণমূলের নির্দেশে কাজ করে। এর ফলে ওই সংস্থাটি চতুরতার সঙ্গে কাজ করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার নির্বাচন কমিশনের উদ্দেশ্যের উল্টো পথে হাঁটে।’

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে শাসকদলের পরামর্শদাতা হিসাবে ভোটকৌশলী প্রশান্ত কিশোর সংস্থা আইপ্যাক।  অর্জুন তাঁর দিকেই আঙুল তুলেছেন। 

আরও পড়ুন। লেবুর জল, ওআরএস, মেডিকেল টিম, তাপপ্রবাহের মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিচ্ছে কমিশন

চুক্তিভিত্তিক কর্মীতে কমিশনেরও না

ভোট ঘোষণার দিনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে দেন ভোট পরিচালনা করবেন দক্ষ-প্রশিক্ষিত কর্মী। প্রত্যন্ত অঞ্চলে তাঁদের পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা থাকবে। ভোট ঘোষণার পর জেলাশাসক ও নির্বাচন অধিকারিকদের সঙ্গে বৈঠকেও কমিশনের পক্ষে থেকে জানিয়ে দেওয়া হয়, সিভিক ভল্যান্টিয়ার বা চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে নেওয়া যাবে না। 

আরও পড়ুন। বিজেপি-এনআইএ যোগসাজশের অভিযোগ নিয়ে কমিশনকেও কাঠগড়ায় তুললেন অভিষেক

আরও পড়ুন। ‘‌বগটুই নিয়ে তো কোনও প্রতিক্রিয়া নেই’‌, মমতাকে শীতলকুচির পাল্টা আক্রমণ দেবাশিসের

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here