Home আপডেট Jitendra Tiwari on TMC’s allegation: যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক, NIA অফিসারের সঙ্গে বৈঠক নিয়ে বললেন জিতেন্দ্র

Jitendra Tiwari on TMC’s allegation: যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক, NIA অফিসারের সঙ্গে বৈঠক নিয়ে বললেন জিতেন্দ্র

Jitendra Tiwari on TMC’s allegation: যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক, NIA অফিসারের সঙ্গে বৈঠক নিয়ে বললেন জিতেন্দ্র

[ad_1]

তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে NIA আধিকারিককে সুপারি দিয়েছে বিজেপি। অভিযোগ, NIAএর এক আধিকারিকের বাড়িতে গিয়ে সাদা খামে টাকা দিয়ে এসেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূলের এই অভিযোগ নিয়ে শোরগোলের মধ্যেই মুখ খুললেন জিতেন্দ্রবাবু। রবিবার সাংবাদিকদের তিনি বলেন, হাতে সাদা খামে যে টাকা ছিল সেটা প্রমাণ হল কী করে?

পালটা চ্যালেঞ্জ জিতেন্দ্র

জিতেন্দ্রবাবু বলেন, ‘এর আগেও তো অনেক অভিযোগ ওরা এনেছেন। আর যারা অভিযোগ আনে অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদেরই। তারা যে অভিযোগ এনেছে তা প্রমাম করুক। আর খাম বলতে পয়সাই বোঝালে কী করবেন? এটা তাদের দোষ। তৃণমূল কংগ্রেস যে কোনও খাম, যে কোনও কাগজ দেখতে পয়সাই ভাবে। জানি না তারা কোন খামের কথা বলছে। কাল যদি কেউ বলে দেয় আপনি চাঁদে গেছিলেন। আমাকে কি তাহলে প্রমাণ করতে হবে যে আমি চাঁদে যাইনি?’

তৃণমূলের দাবি, গত ২৬ মার্চ নিউ টাউনের একটি আবাসনে NIAএর SI ধনরাম সিংয়ের বাড়ি যান বিজেপি নেতা জিতেন্দ্র সিং। সেখানে গিয়ে যে তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে তার তালিকা ও সাদা খামে করে টাকা দেন তিনি। জিতেন্দ্র যে NIA আধিকারিকের বাড়িতে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলে দাবি তৃণমূলের।

তৃণমূলের দাবি

এক সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ২৬ মার্চ নিউ টাউনে NIA আধিকারিক ধনরাম সিংয়ের বাড়িতে ৫২ মিনিট বৈঠক করেছেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানেই তৃণমূল কর্মীদের গ্রেফতারির ষড়যন্ত্র করা হয়েছে। এতে কি কোনও সন্দেহ রয়েছে যে ভূপতিনগরের ঘটনার মাস্টারমাইন্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। কারণ SI ধনরাম সিং তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ। এই দাবি করে তৃণমূলের তরফে কয়েকটি নথি পেশ করা হয়েছে। তার মধ্যে ওই দিন ওই আবাসনের সিকিওরিটি রেজিস্ট্রারের পাতা। রয়েছে ধনরাম সিংয়ের পুরস্কার পাওয়ার নথি।

এই ঘটনার তদন্ত দাবি করেছে ইতিমধ্যে FIR দাবি করেছে তৃণমূল। একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কাছে NIAএর SI ধনরাম সিংয়ের বদলি দাবি করেছে তারা।

যদিও বিজেপির দাবি, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। কোনও ঘটনার কোনও তথ্য কারও কাছে থাকলে তা তদন্তকারীদের দেওয়ার অধিকার প্রত্যেক ভারতবাসীর রয়েছে। অর্থাৎ ধনরাম সিংয়ের সঙ্গে যে জিতেন্দ্র সিংয়ের সাক্ষাৎ হয়েছিল তা অস্বীকার করেনি কেউ।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here