Home আপডেট সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে শুরু হল টলিউডের শিল্পী ও পরিবারের জন্য বিশেষ কোভিড হসপিটাল

সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে শুরু হল টলিউডের শিল্পী ও পরিবারের জন্য বিশেষ কোভিড হসপিটাল

সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে শুরু হল টলিউডের শিল্পী ও পরিবারের জন্য বিশেষ কোভিড হসপিটাল

দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনার উদ্বেগ। প্রতিনিয়ত অক্সিজেন, বেডের খোঁজ দিয়ে চলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এবার এই পরিস্থিতিতে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে নেওয়া হল এক বিশেষ উদ্যোগ। জানা গিয়েছে, টলিউডের শিল্পী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে আর্টিস্ট ফোরাম তৈরি করেছে এক অস্থায়ী চিকিৎসা কেন্দ্রের।

দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের কাছে ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টারের কমপ্লেক্সে তৈরি হয়েছে এই অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। যেখানে রয়েছে প্রায় ২৫ টি বেড। এই কেন্দ্রে চিকিৎসা করোনা আক্রান্ত শিল্পী, কলাকুশলী এবং তাঁদের আত্মীয় পরিজনদের বিনামূল্যে চিকিৎসা করানো হবে। এই কেন্দ্রে নাম রাখা হল ‘সৌমিত্র’। প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েই বিশেষ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ফোরাম ও বিধায়ক দেবাশিস কুমারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই কেন্দ্রটি। যাতে সাহায্য করছে মিলন সংঘ ক্লাবও। দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বরও। আপাতত ৮৯ এবং ৯৩ ওয়ার্ডের বাসিন্দাদের এই পরিষেবা দেওয়া হবে। রুগী ভর্তির সময় তাঁর আধার কার্ড ও চিকিৎসকের প্রেস্কিপশন সাথে রাখতে হবে। এমনকি ফোরামের কার্ড এবং গিল্ড অথবা ফেডারেশনের পরিচয়পত্র দেখাতে হবে।