Home আপডেট Bagdah: বালু জেলবন্দি তো কী হয়েছে? গরিবের রেশন মারা বন্ধ নেই রাজ্যে

Bagdah: বালু জেলবন্দি তো কী হয়েছে? গরিবের রেশন মারা বন্ধ নেই রাজ্যে

Bagdah: বালু জেলবন্দি তো কী হয়েছে? গরিবের রেশন মারা বন্ধ নেই রাজ্যে

[ad_1]

গরিব মানুষের চাল – আটা চুরির অভিযোগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছেন তো কী হয়েছে? তাই বলে রেশনের সামগ্রী চুরি বন্ধ নেই গ্রাম – গ্রামান্তরে। তেমনই এক ঘটনায় এবার প্রতিরোধ গড়ে তুললেন গ্রামবাসীরা। স্থানীয়দের বিক্ষোভে রেশন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হল গণবণ্টন দফতর। ঘটনা উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা বাগদার।

বাগদা ব্লকের হরিনাথপুর এলাকার রেশন ডিলার নিবেদিতা সাধুর বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের নির্ধারিত পরিমানের থেকে কম পরিমাণে খাদ্য সামগ্রী দিচ্ছিলেন তিনি। মঙ্গলবার সকালে গ্রামের এক বাসিন্দা রেশন তুলে ফিরছিলেন। তখন তাঁর সঙ্গে দেখা হয় বিক্রম রায় নামে পাড়ারই এক যুবকের সঙ্গে। যুবক দেখেন, POS যন্ত্র থেকে বেরনো স্লিপের সঙ্গে পণ্যের ওজনের মিল নেই। অন্তত ৩ কেজি চাল ২ কেজি আটা কম দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ওই গ্রাহককে নিয়ে রেশন দোকানে যান তিনি।

রেশন দোকানের কর্মচারী জানান, ডিলারের নির্দেশেই এই পদক্ষেপ করেছেন তিনি।ডিলার নিবেদিতা সাধুর ছেলে শান্ত্বনু ঘটনাস্থলে এসে পৌঁছন। নির্ধারিত পরিমাণের থেকে কম খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ মেনে নেন তিনি। এর পর খবর খবর দেওয়া হয় বাগদা ব্লকের ফুড ইন্সপেক্টর সন্দীপ চক্রবর্তীকে। তিনি বিষয়টি খতিয়ে দেখে রেশন দোকান সিল করে সঙ্গে সঙ্গে ওই ডিলারকে সাসপেন্ড করেন। এর পর অভিযুক্ত শান্তনু সাধুকে আটক করে নিয়ে যায় পুলিশ।

গ্রামবাসীদের অভিযোগ, ৫ বছর ধরে নানা ছুতোয় রেশনের সামগ্রী কম দিচ্ছেন ডিলার। চিনি তো পাওয়াই যায় না।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here