Home আপডেট Jyotipriya Mullick: আমি মন্ত্রী, জেলে থাকব না, হাসপাতালে ভর্তি হবো, চিকিৎসককে হুমকি জেলবন্দি বালুর

Jyotipriya Mullick: আমি মন্ত্রী, জেলে থাকব না, হাসপাতালে ভর্তি হবো, চিকিৎসককে হুমকি জেলবন্দি বালুর

Jyotipriya Mullick: আমি মন্ত্রী, জেলে থাকব না, হাসপাতালে ভর্তি হবো, চিকিৎসককে হুমকি জেলবন্দি বালুর

[ad_1]

জেলে থাকব না, হাসপাতালে ভর্তি হবো। জেলের হাসপাতালের চিকিৎসকদের কাছে এই আবেদন করলেন রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে জেল হাসপাতালের চিকিৎসকরা তাঁর আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন সুস্থ রয়েছেন তিনি।

রেশন দুর্নীতিকাণ্ডে ১৪ দিনের ইডি হেফাজতের পর আদালতের নির্দেশে রবিবার থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা হয়েছে প্রেসিডেন্সি জেল। জেল সূত্রে খবর, মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বালুকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মন্ত্রী দাবি করেন, তাঁর বাম হাত ক্রমশ অবশ হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়ে দেন জ্যোতিপ্রিয় সম্পূর্ণ সুস্থ। জেলবন্দি হলেও বালুর প্রতাপ যে এখনো কমেনি এর পর টের পান জেল হাসপাতালের চিকিৎসকরা। জ্যোতিপ্রিয় চিকিৎসকদের বলেন, ‘আমি রাজ্য সরকারের মন্ত্রী। এই জেল রাজ্য সরকারের অধীনে। আমি এই জেলের সেলে থাকব না। আমি হাসপাতালে ভর্তি হতে চাই।’ মন্ত্রীর চাপের পরেও চিকিৎসকরা জানিয়ে দেন, তা কোনও ভাবেই সম্ভব নয়।

আপাতত ৪ দিনের জন্য জেল হেফাজতে গিয়েছেন জ্যোতিপ্রিয়। ১৬ নভেম্বর তাঁকে ফের আদালতে পেশ করা হবে। সেদিন সম্ভবত প্রথমবার জ্যোতিপ্রিয়র জামিনের আবেদন জানাবেন আইনজীবীরা। জামিন খারিজ হলে বালুকে ফিরতে হবে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলেই।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here