Home ব্লগবাজি মৃত ভাবনা গুলো ~ বৈশাখী চ্যাটার্জী

মৃত ভাবনা গুলো ~ বৈশাখী চ্যাটার্জী

মৃত ভাবনা গুলো   ~   বৈশাখী চ্যাটার্জী
মৃত ভাবনা গুলো

ভাব আমার মৃত শরীর পড়ে আছে --
কত সহস্র বছর পার করে আজও মৃত শুয়ে আছে একটা শরীর --
মৃত তার অনুভুতি গুলো !
কেও কেও হাত দিয়ে বোঝার চেষ্টা করছে নিঃশ্বাসের অনুভুতি -
সেখানেও গতিহীন কিছু !

তারপর তুমি মঞ্চে এসেছ তোমার কয়েকটি সংলাপ বলা বাকি আছে শুধু --
লেখক লিখেছে সেই সংলাপে কিছু বেদনা জড়ানো ভাষা -,প্রকাশ পাচ্ছে সেটা -
তোমার গলায় ভরা আবেগের সুর !

বহুতল ফ্লাটের চরম উচ্চতায় পৌঁছে এবার নামার পালা ,ধরো লিফট খারাপ --
এদিকে আমার মৃত শরীরে পচন ধরছে ধীরে ধীরে -
তোমার নেমে আসার এখনও অনেক বাকি --

তবু তোমার অপেক্ষাতেই সহস্র বছর পের করে আমার মৃত শরীর শুয়ে আছে আজও -
হয়ত আরও অযুত-কাল এভাবেই মৃত্যু শুয়ে থাকবে ---
শুয়ে থাকবে শুধু  পচা একটা শরীর ॥

বৈশাখী চ্যাটার্জী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here