Home আপডেট মোদির সার্বিক ব্যার্থতা, “আচ্ছে দিনে” মাথাপিছু গড় আয়ে বাংলাদেশেরও পিছনে ভারত

মোদির সার্বিক ব্যার্থতা, “আচ্ছে দিনে” মাথাপিছু গড় আয়ে বাংলাদেশেরও পিছনে ভারত

মোদির সার্বিক ব্যার্থতা, “আচ্ছে দিনে” মাথাপিছু গড় আয়ে বাংলাদেশেরও পিছনে ভারত

করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে মোদি সরকার। গোদের উপ বিষফোড়ার মত দেশের বেহাল অর্থনীতি এবং গত ৪৫ বছরের মধ্যে রেকর্ড বেকারত্ব। আর কেন্দ্রের সেই কাটা ঘায়ে নুনের ছিঁটে দিচ্ছে বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বিষয়ক মন্ত্রীর দাবি। যিনি দাবি করেছেন, বর্তমানে বাংলাদেশের Per Capita Income অর্থাৎ মাথাপিছু আয়  ভারতের চেয়ে বেশি। যা দেখে অনেকেই বলছেন, গত বছরের IMF এর পূর্বাভাস একেবারে হাতেনাতে মিলে গেল। উল্লেখ্য,  IMF-এর রিপোর্টে বলেছিল, ২০২০ সালে চলতি বাজারমূল্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ।

বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রকের মন্ত্রী  এম এ মান্নান বলেন, দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য বছরে ১ লক্ষ ৮৮ হাজার ৮৭৩ টাকা। উল্লেখ্য, গত বছর বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। সেই হিসেবে মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার। শতাংশের হিসেবে যা গতবারের চেয়ে ৯ শতাংশ বেশি। বর্তমানে ভারতের মাথা পিছু আয় ১,৯৪৭ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ২৮০ মার্কিন ডলার কম।

কী এই মাথা পিছু আয়? অর্থনীতির ভাষায়, নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাসবাসকারী সকলের গড় আয়ই হল মাথা পিছু আয়। দেশের জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে সে দেশের মাথা পিছু আয়ের হদিশ মেলে। স্বাভাবিকভাবে এই তথ্য সামনে আসতেই মোদি সরকারের দিকে আঙুল উঠতে শুরু করেছে। তবে এ নিয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।