Home আপডেট Banshihari: স্কুলে নবম শ্রেণির ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার পিস্তল ও কার্তুজ

Banshihari: স্কুলে নবম শ্রেণির ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার পিস্তল ও কার্তুজ

Banshihari: স্কুলে নবম শ্রেণির ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার পিস্তল ও কার্তুজ

[ad_1]

স্কুলে চলছিল নতুন বর্ষের বই বিলি। তারই মধ্যে নবম শ্রেণির পড়ুয়ার ব্যাগে আবিষ্কার হল পিস্তল ও কার্তুজ। মঙ্গলবার এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের বংশীহারির সুদর্শনপুর হাই স্কুলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পিস্তল উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। সঙ্গে অভিযুক্ত ছাত্রকেও আটক করে নিয়ে গিয়েছে তারা।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, মঙ্গলবার স্কুলে নতুন শিক্ষাবর্ষের বই বিলি চলছিল। অভিযুক্ত ছাত্র অষ্টম থেকে নবম শ্রেণিতে উঠেছে। মঙ্গলবার ব্যাগ নিয়ে স্কুলে বই সংগ্রহ করতে এসেছিল সে। কিন্তু ব্যাগটি ভারী মনে হওয়ায় খুলে দেখে সহপাঠীরা। তখনই ব্যাগের ভিতরে একটি দেশি পিস্তল ও কার্তুজ দেখতে পায় তারা। প্রাথমিকভাবে সেটিকে খেলনা পিস্তল বলে মনে করলেও পরে শিক্ষকদের এসে জানায় কয়েকজন ছাত্র। শিক্ষকরা ছাত্রের ব্যাগ তল্লাশি করে দেখতে পান তার ভিতরে রয়েছে একটি দেশি পিস্তল ও একটি আগ্নেয়াস্ত্র। তাঁরা বিষয়টি আমাকে জানালে আমি বংশীহারি থানার ICকে জানাই। এর পর পুলিশকর্মীরা এসে পিস্তল উদ্ধার করে ও অভিযুক্ত ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়।

IC মনোজিৎ সরকার জানিয়েছেন, ওই ছাত্রকে আটক করা হয়েছে। সে কোথা থেকে ওই অগ্নেয়াস্ত্র পেল? কেন সে স্কুলে অগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তা জানার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে তার পরিবারের কেউ যুক্ত কি না তা জানতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযুক্তকে বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় বংশীহারিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রের এই কাণ্ডে হতবাক শিক্ষকরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here