Home আপডেট Marriage registration: বিয়ে হবে স্বর্গীয়! নিবন্ধনের তথ্য এবার রাখা থাকবে ‘ক্লাউড’-এ

Marriage registration: বিয়ে হবে স্বর্গীয়! নিবন্ধনের তথ্য এবার রাখা থাকবে ‘ক্লাউড’-এ

Marriage registration: বিয়ে হবে স্বর্গীয়! নিবন্ধনের তথ্য এবার রাখা থাকবে ‘ক্লাউড’-এ

[ad_1]

পোর্টালে কাজের জন্য বিবাহ নিবন্ধনের প্রক্রিয়া বন্ধ রয়েছে।  চারদিন ধরে বন্ধ থাকবে বিবাহ নিবন্ধনের কাজ। জানা গিয়েছে, বিবাহ নিবন্ধনের সমস্ত ডেটা এবার থেকে ‘ক্লাউডে’ সংরক্ষণ করা হবে। তার কাজই চলছে। সে কারণে, বন্ধ রয়েছে বিবাহ নিবন্ধনের কাজ। আগামী ৫ জানুয়ারি থেকে পোর্টালটি আবার চালু হবে বলে জানা গিয়েছে। 

ক্লাউড বর্তমানে একটি জনপ্রিয় তথ্য সংরক্ষণের পদ্ধতি। এটি হল সার্ভারগুলির একটি নেটওয়ার্ক যেখানে ডেটা সংরক্ষণ বা পরিচালনা করা যেতে পারে। এই পদ্ধতিতে ডেট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

১ ডিসেম্বর ২০১৮ সাল থেকে ১ জানুয়ারি ২০২৪-এর মধ্যে নিবন্ধিত সমস্ত ডেটা  ক্লাউডে থাকবে। বিবাহের রেজিস্ট্রার জেনারেল দীপতারকা বসু জানিয়েছেন, নভেম্বর ২০১৮ পর্যন্ত অফলাইনে নিবন্ধিত সমস্ত বিবাহের ডিজিটাইজেশন প্রক্রিয়া ইতিমধ্যেই চালু রয়েছে এবং এগুলিও পর্যায়ক্রমে ক্লাউডে স্থানান্তরিত হবে।

ক্লাউডে যাওয়ার ফলে নিবন্ধনের প্রক্রিয়া আরও দ্রুত গতিতে হবে। রেজিস্ট্রার জেনারেল  বলেন, ‘সার্ভারে বিবাহ নিবন্ধনের নোটিশটি আপ হতে প্রায় একদিন সময় লাগে। ফলে আমি অনেক ক্ষেত্রে বিবাহের দিন কিছু দম্পতি তাঁদের বিবাহ নিবন্ধন করতে সক্ষম হন না। একবার ডেটা সংরক্ষণ করতে প্রচুর সময় নেয়। কিন্তু ক্লাইডে ডেটা সংরক্ষণ করা হলে আর এই ধরনের সমস্যা হবে না কারণ এটিতে অনেক বেশি স্থান রয়েছে, প্রচুর পরিমাণে ডেটা সঞ্চয় করতে পারে এবং একাধিক অ্যাক্সেস পয়েন্ট রয়েছে যা প্রক্রিয়াটিকে দ্রুত এবং মসৃণ করে তুলবে।’

এই  সপ্তাহটিকে ডেটা স্থানান্তরের জন্য বেছে নেওয়া হয়েছে কারণ চলতি পৌষ মাস যেহেতু মল মাস, তাই এই সময় খুব কম হিন্দু বিবাহ নিবন্ধিত হয়।

জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১টার মধ্যে ক্লাউডে ডেটা রাখার প্রক্রিয়া শেষ হবে। তারপরে নিবন্ধনের সমস্ত কাজ ক্লাউডে হবে এবং এটি ডেটা অ্যাক্সেস এবং বিবাহের শংসাপত্র সংগ্রহ করা সহজ এবং দ্রুত করে তুলবে।

এই প্রক্রিয়ায় ডেটা সংরক্ষণ করাতে খুশি আইনজীবীরাও।  দীপতারকা বসু বলেন, ‘এটি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াও সহজ করবে। যেহেতু বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন বিবাহ নিবন্ধন ফাইলগুলি আদালতে উপস্থাপন করতে হয়, তাই সার্ভারের সমস্যার কারণে ডেটা অ্যাক্সেস করা প্রায়শই কঠিন হয়ে পড়ে। একবার সবকিছু ক্লাউড হয়ে গেলে, এমন কোনও সমস্যা থাকবে না।’

রাজ্য এই বছরের জুলাই থেকে সমস্ত বিবাহকে ডিজিটাল করার প্রক্রিয়া শুরু করেছে। ১৮৫৮ সালের পর সমস্ত ফাইল এখন পাঁচটি রেকর্ড রুমে স্তুপীকৃত – চারটি কলকাতায় এবং পঞ্চমটি মুর্শিদাবাদে। এগুলো স্ক্যান করে ১৮ মাসের মধ্যে অনলাইনে আপলোড করা হবে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here