Home আপডেট Bengal Public Holidays 2024: রামনবমীতে নেই, সবে বরাতের পরের দিন ছুটি দিলেন মমতা, পাকিস্তানেও হয় না! খোঁচা শুভেন্দুর

Bengal Public Holidays 2024: রামনবমীতে নেই, সবে বরাতের পরের দিন ছুটি দিলেন মমতা, পাকিস্তানেও হয় না! খোঁচা শুভেন্দুর

Bengal Public Holidays 2024: রামনবমীতে নেই, সবে বরাতের পরের দিন ছুটি দিলেন মমতা, পাকিস্তানেও হয় না! খোঁচা শুভেন্দুর

[ad_1]

তোষামোদের রাজনীতির রানি। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কার্যত এই ভাষাতেই খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা। সোমবার ১৫ জানুয়ারি ২০২৪ মকর সংক্রান্তিতে কোনও ছুটি নেই। বুধবার ১৭ এপ্রিল ২০২৪ সাল শ্রী রামনবমীতে কোনও ছুটি নেই।

তবে সবে বরাত ররিবার ২৫ ফেব্রুয়ারি এমনিতেই ছুটির দিন। পরের দিন ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ছুটি দেওয়া হয়েছে। শুভেন্দু লিখছেন ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানেও সবে বরাতে কোনও ছুটি নেই। এই উৎসব ঐচ্ছিক ছুটির দিন বলে সেখানে উল্লেখ করা হয়।

 

আর রবিবার সবে সবার পড়েছে বলে পরের দিন ছুটি দেওয়ার কোনও ব্যাাপারও নেই। কারণ রবিবারেই সবে বরাত পালিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি ও রামনবমীতে কোনও পাবলিক হলিডে নেই। কিন্তু সবে বরাতের পরের দিন বাংলায় অতিরিক্ত ছুটির দিন বলে ঘোষণা করা হয়েছে।

খোঁচা দিয়েছে শুভেন্দু। কার্যত নাম না করে সংখ্য়ালঘু তোষণের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তবে এই পোস্ট করার পরেই নানা মন্তব্য় ভাসছে সোস্য়াল মিডিয়ায়। সেখানে একজন লিখেছেন, অন্তত রামনবমীতে যাতে ছুটি দেওয়া হয় তার ব্যবস্থা করা দরকার।

অপর একজন লিখেছেন, বাংলা যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় পাকিস্তানের সঙ্গে খুব দ্রুত এই বাংলা যুক্ত হয়ে যাবে।

তবে বিরুদ্ধের মতও রয়েছে। একজন লিখেছেন, রামনবমী কোনওভাবেই বাঙালির কোনও উৎসব নয়। সেকারণেই এটা ছুটির দিন নয়। যদি রাম নবমীতে ছুটি ভোগ করতে চান তবে আপনি বাংলা ছেড়ে রামভক্ত হনুমানের রাজ্য়ে চলে যেতেই পারেন।

এদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিরোধীরা বার বারই সংখ্য়ালঘুদের তোষামোদকারী বলে উল্লেখ করে। বিশেষত বিজেপি এনিয়ে বার বারই তির ছুঁড়েছে। এমনকী মমতা বন্দ্যোপাধ্য়ায় দুর্গাপুজো করতে দেন না বলেও অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। তবে কলকাতার দুর্গাপুুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেক্ষেত্রে এটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। তৃণমূল নেতৃত্ব অবশ্য় বার বারই জানিয়েছেন, ধর্ম নিয়ে রাজনীতি করে না তৃণমূল। কিন্তু বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ বার বারই তুলেছেন তৃণমূল নেতৃত্ব।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here