Home আপডেট Sisir Adhikari: মানহানি মামলায় শিশির-সহ ৩জনের বিরুদ্ধে সমন জারি আদালতের, জানালেন কুণাল

Sisir Adhikari: মানহানি মামলায় শিশির-সহ ৩জনের বিরুদ্ধে সমন জারি আদালতের, জানালেন কুণাল

Sisir Adhikari: মানহানি মামলায় শিশির-সহ ৩জনের বিরুদ্ধে সমন জারি আদালতের, জানালেন কুণাল

[ad_1]

তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দায়ের করা মানহানি মামলায় সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ দিল নগর দায়রা আদালত। সোমবার এই খবর নিজেই জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন কুণাল। যদিও শিশির অধিকারীর আইনজীবী সংবাদমাধ্যমে জানিয়েছেন, এ ব্যাপারে কোনও কাগজপত্র তাঁরা এখন হাতে পাননি। হাতে পেলে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এদিন সোশ্যাল মিডিয়ায় কুণাল জানিয়েছেন, তাঁর সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করার জন্য তাঁর আইনজীবী শিশির-সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ১১ মার্চে শিশির অধিকারি-সহ অন্যান্যদের আদালতে উপস্থিত হতে হবে। 

পড়ুন। এই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে, প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

যদি শিশির অধিকারীর আইনজীবী আনন্দবাজারকে অনলাইনকে জানিয়েছেন, আদালতের কোনও কাগজপত্র তাঁদের কাছে এসে পৌঁছয়নি। তিনি বলেন, ‘এমন অনেক মামলা আমার মক্কেলর বিরুদ্ধে হয়েছে। কাগজপত্র এলে আমরা পদক্ষেপ করব।’

পডুন। দীর্ঘদিন কাজ করছে বলে নিয়োগ বৈধ নয়, SSC মামলায় জানাল হাইকোর্ট

শিশির অধিকারী খাতায় কলমে তৃণমূল সাংসদ হলেও বিজেপির একাধিক অনুষ্ঠানে তাঁকে মঞ্চে দেখা গিয়েছে। কিন্তু তিনি অনুষ্ঠানিক ভাবে কোনও রাজনৈতিক দলে যোগ দেননি। এরই মাঝে শিশিরের সম্পতিবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। 

২০০৯ সালে সাংসদের দেওয়া হলফনামায় দাবি করা হয়, সংসদের মোট সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার প্রধানমন্ত্রীর জমা দেওয়া ঘোষণাপত্রে জানা তাঁর সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় কমিশনে জমা দেওয়া হলফনামায় জানানো হয় সম্পত্তির পরিমাণ ৩কোটি টাকা। এই ওঠানামা কী করে তার তদন্ত চেয়ে কেন্দ্রকে চিঠি লেখেন কুণাল ঘোষ।  সেই বির্তকে মাঝেই কুণালকে ‘জেলখাটা আসামী’ বলে কটাক্ষ করেন শিশির অধিকারী। তার প্রেক্ষিতে আদালতে মানহানির মামলা করেন কুণাল ঘোষ। সেই মামলাতেই শিশির অধিকারীকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোশ্যাল মিডিয়ায় কথাই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here