Home আপডেট Bhangar division: নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের ১০০ কনস্টেবলকে পাঠানো হবে ভাঙড় এলাকায়

Bhangar division: নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের ১০০ কনস্টেবলকে পাঠানো হবে ভাঙড় এলাকায়

Bhangar division: নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের ১০০ কনস্টেবলকে পাঠানো হবে ভাঙড় এলাকায়

[ad_1]

আইনশৃঙ্খলা রক্ষার জন্য ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো এ মাসেই কলকাতা পুলিশের অধীনে এসেছে ভাঙড় ডিভিশন। প্রাথমিকভাবে সেখানে চারটি থানা তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত হয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের আওতায় এসেছে ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানা। তবে কলকাতা পুলিশে একাধিক শূন্যপদ থাকায় রাজ্য পুলিশের ১০০ জন কনস্টেবলকে ভাঙড় এলাকায় পাঠানো হচ্ছে। 

আরও পড়ুন: নওসাদ সিদ্দিকিকে পুঁতে দেব, প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দিলেন আরাবুল ইসলাম

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ভবানীভবন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশে রাজ্য পুলিশের বিভিন্ন ব্যাটেলিয়ন থেকে ডেপুটেশনে ১০০ জন কনস্টেবলে কলকাতা পুলিশে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ওই পুলিশ কনস্টেবলদের ভাঙড় ডিভিশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারির মধ্যে কনস্টেবলদের ভাঙড় ডিভিশনে যোগ দিতে বলা হয়েছে। যদিও ওই  কনস্টেবলের ভাঙড়ের বিভিন্ন থানায় পোস্টিং করা হবে নাকি ডেপুটি কমিশনারের অধীনে রাখা হবে সে বিষয়ে জানা যায়নি।

উল্লেখ্য, বর্তমানে কলকাতা পুলিশে প্রায় ১২ হাজার কনস্টেবলের পদ ফাঁকা রয়েছে। ফলে নতুন করে নিয়োগ না হওয়ায় পুলিশের কাজে একাধিক সমস্যা হচ্ছে। তার ওপর আবার ভাঙড় ডিভিশন তৈরি হওয়ায় সেখানে অনেক পুলিশ কর্মী চলে গিয়েছেন। এই অবস্থায় ভাঙড় ডিভিশনের নজরদারির সুবিধা এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশের ৫০ জনকে ডেপুটেশনে কলকাতা পুলিশের অধীনে পাঠানো হয়েছে। এছাড়াও কলকাতা পুলিশে ১১৫ জন মহিলা কনস্টেবল যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। এই সমস্ত মহিলা কনস্টেবরা রাজ্য পুলিশ থেকে ডেপুটেশনে কলকাতা পুলিশে আসবেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সমস্ত মহিলা কনস্টেবলদের প্রশিক্ষণ শেষ হয়েছে। তাছাড়া কলকাতা পুলিশে রাজ্য পুলিশ  থেকে আসা ১০০ জন মহিলা কনস্টেবলকে তাদের পুরনো ইউনিটে ফিরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে ভাঙড় ডিভিশনে ১০০ জন যোগ দেওয়ার ফলে নিরাপত্তা আরও বাড়বে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here