Home আপডেট সরকারি আমলা, জেলাশাসক, পুলিশ আধিকারিকদের “বাঁশপেটা”র দাওয়াই দিলেন বাংলা বিজেপির এই পর্যবেক্ষক

সরকারি আমলা, জেলাশাসক, পুলিশ আধিকারিকদের “বাঁশপেটা”র দাওয়াই দিলেন বাংলা বিজেপির এই পর্যবেক্ষক

সরকারি আমলা, জেলাশাসক, পুলিশ আধিকারিকদের “বাঁশপেটা”র দাওয়াই দিলেন বাংলা বিজেপির এই পর্যবেক্ষক

বাংলায় বিজেপির অন্যতম কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি। সেই গিরিরাজ সিং ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন। শনিবার বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্রে একটি জনসভায় হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মত্‍স্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী বক্তৃতা দিতে দিতে আচমকাই বলে ওঠেন, ‘‌সাধারণ বিষয় নিয়ে আমার কাছে কেন আসেন?

‌ সাংসদ, বিধায়ক, গ্রাম প্রধান, জেলাশাসক, বিডিওরা আপনাদের সেবায় নিয়োজিত। একটা কথা মাথায় রাখবেন। তাঁরা যদি আপনাদের কথা না শোনেন, তাহলে বাঁশ দিয়ে তাঁদের মাথায় মারুন। আর তাতেও যদি কাজ না হয়। তাহলে আমি আসরে নামব।’‌ গিরিরাজের এই বক্তব্যের পরেই শোরগোল শুরু হয়েছে। বিতর্ক ধামাচাপা দিতে বিহার বিজেপির এক নেতা বলেছেন, ‘‌গিরিরাজ সিং জননেতা। মানুষের রাগকে ঠান্ডা করতেই তিনি এই মন্তব্য করেছেন। আমরা তাঁর এই মন্তব্যকে হালকাভাবে নিচ্ছি।’‌

https://youtu.be/BbG23pTCiKQ

যতই বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক, বিতর্কিত মন্তব্য করতে গিরিরাজের জুড়ি মেলা ভার। বাংলায় বিজেপির এই কেন্দ্রীয় পর্যবেক্ষক গত কয়েকমাস ধরেই বিভিন্ন জায়গায় গিয়েছেন। গরম গরম মন্তব্য করেছেন। এক সপ্তাহ আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে তুলনা করে ফেলেছিলেন গিরিরাজ। এবার আধিকারিকদের পেটাও বলে নতুন বিতর্ক তৈরি করলেন।