Home আপডেট রাজ্যে তৃণমূল সরকারই থাকবে, তাকে পরিবর্তন করার আগে দিল্লিতে পরিবর্তন হয়ে যাবেঃ মমতা

রাজ্যে তৃণমূল সরকারই থাকবে, তাকে পরিবর্তন করার আগে দিল্লিতে পরিবর্তন হয়ে যাবেঃ মমতা

রাজ্যে তৃণমূল সরকারই থাকবে, তাকে পরিবর্তন করার আগে দিল্লিতে পরিবর্তন হয়ে যাবেঃ মমতা

হাইভোল্টেজ রবিবার। খাস কলকাতায় যখন ভোটের রণকৌশল নিয়ে হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের পথে তখন নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন দার্জিলিং মোড় থেকে মিছিল করেন মুখ্যমন্ত্রী। গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে অভিনব এই প্রতিবাদ দেখলো গোটা বাংলা।

রবিবার ব্রিগেডের সভা থেকে মোদী বারবার বলেছেন, ‘‘বাংলায় এ বার আসল পরিবর্তন হবে।’’ পাল্টা মমতার হুঁশিয়ারি, ‘‘বাংলায় পরিবর্তন করতে পারবেন না। এ রাজ্যে তৃণমূল সরকারই থাকবে। তার আগে দিল্লিতে পরিবর্তন হয়ে যাবে।’’
রবিবার মমতার মিছিলে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মমতার পাশেই ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন-রা। ব্রিগেডে যখন মোদী ভাষণ দিতে শুরু করে দিয়েছেন, তত ক্ষণে সভামঞ্চে পৌঁছে যান মমতা। তার বেশ কিছু ক্ষণ পর ভাষণ শুরু করেন। ভোটের মুখে বারবার প্রধানমন্ত্রীর বাংলায় আসা নিয়ে তোপ দাগেন তিনি। বলেন, ‘‘যখন করোনার প্রকোপ চলছিল, তখন ভয়ে ঘরে বসেছিলেন প্রধানমন্ত্রী। আমি তখন সারা রাজ্যে ঘুরেছি, হাসপাতালে গিয়েছি। আর এখন কোভিডের টিকায় মোদীর বড় বড় মুখ দেওয়া হচ্ছে। আসলে সবই জুমলা। একদিকে রেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বিক্রি হয়ে যাচ্ছে, অন্যদিকে উজ্জ্বলা যোজনায় দুর্নীতি হচ্ছে। মোদীর ভোটের আগে উজ্জ্বলা, ভোটের পরে জুমলা।’’
ব্রিগেডের সভায় যখন পরপর বিজেপি নেতারা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তখনই মমতার পাল্টা জবাব, ‘‘বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের থেকে অনেক বেশি সুরক্ষিত বাংলার মহিলারা।’’ কিসান নিধি প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের কথা টেনে তৃণমূল সরকারকে বারবার আক্রমণ করে বিজেপি। সেই সূত্রেই তৃণমূল নেত্রী বললেন, ‘‘কন্যাশ্রী, রূপশ্রী রাজ্য সরকার দিয়েছে। দরকার হলে এ বার পাকাবাড়িও বানিয়ে দেবে। আপনার দেওয়া পাকাবাড়ির দরকার নেই।’’

তিনি বলেন, আগামী দিনেই তো পাঁচটা স্টেটে ইলেকশন আছে। পাঁচটায় পাঁচটা ছক্কা খাবেন। অসমে হারবেন, বাংলায় হারবেন। রান্নাঘরের গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে আবার মহিলাদের সম্মান নিয়ে কথা বলেন। আমার মা-বোনেরা রাত দশটায় রাস্তায় ঘোরে।উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে, বিহার, গুজরাটে বিকাল তিনটেতেও মেয়েরা রাস্তায় বেরোতে পারে না। হাথরসে এক দিনে তিনটে রেপ হলে, তাঁর বাবা প্রতিবাদ করতে গেলেন, তাঁকে মেরে দিল আপনার লোকেরা। লজ্জা, ঘৃণা, ভয়- তিন থাকতে নয়।

সব কিছু বেঁচে দিচ্ছেন। বাকি কী আছে? শুধু ভারতের নামটা বদলে দিতে চান, আপনার নামে? লজ্জা লাগে, সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে যে স্টেডিয়াম ছিল, তা আপনার নামে হয়ে গেল। কোভিড ইঞ্জেকশনের মধ্যেও মোদীর মুখ লাগিয়ে দিয়েছে। তার মানে উনি হচ্ছেন কোভিড কোভিড, যাবেন না সামনে। গেলেই কোভিড খেয়ে নেবে, তাড়া করবে।

একটা গরিব লোক তোলাবাজি করলে ৫টা ১০ টাকা,৫০০ টাকা। আর বাংলায় এসে এসে বারবার বলে তোলাবাজি। সবচেয়ে বড় তোলাবাজি তো আপনি। সেইল বিক্রি কত? রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়? এয়ার ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? উজালা গ্যাস! ক্যাহা গ্যায়া উজালা? উজালাতে আপনার লোক সব খেয়ে গেছে। সিন্ডিকেট! ইন্ডিয়া নোজ ওনলি ওয়ান সিন্ডিকেট। দ্যাট ইজ নরেন্দ্র মোদী অ্যান্ড অমিত শাহ।