Home আপডেট Birati Building collapseবিরাটিকাণ্ডে প্রোমোটার-সহ ৬ জন গ্রেফতার, কড়া আইন আনার ইঙ্গিত ফিরহাদের

Birati Building collapseবিরাটিকাণ্ডে প্রোমোটার-সহ ৬ জন গ্রেফতার, কড়া আইন আনার ইঙ্গিত ফিরহাদের

Birati Building collapseবিরাটিকাণ্ডে প্রোমোটার-সহ ৬ জন গ্রেফতার, কড়া আইন আনার ইঙ্গিত ফিরহাদের

[ad_1]

বিরাটিতে নির্মীয়মান বাড়ির অংশ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত বিল্ডিংয়ের প্রমোটার-সহ ছজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার স্বামী প্রোমোটার-সহ মোট চারজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছিলেন। তার ভিত্তিতে রবিবার সকালে পুলিশ ওই নির্মীয়মান বাড়ির তিন প্রোমোটার, লেবার ইনচার্জ-সহ মোট ছ’জনকে গ্রেফতার করে।

শনিবার রাতে উত্তর দমদম পুরসভার বিরাটিতে ১৭ নম্বর ওয়ার্ডের নির্মীয়মান বাড়ির অংশ ভেঙে পড়ে। সেই সময় বাড়ির নীচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন এক মহিলা। তাঁর মাথায় ইট ভেঙে পড়ে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর পরই এয়ার পোর্ট থানায় অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী সুদীপ শর্মা চৌধুরী। তাঁর দাবি, পুরসভার অনুমোদন ছাড়াই ওই পাঁচতলা বহুতলটি হচ্ছিল।

আরও পড়ুন। শহরে কোথায় কতগুলি বহুতল আছে, অনলাইন ডাটাবেস তৈরি করছে লালবাজার

এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ কড়া আইন তৈরির করার কথা বলেন। তিনি বলেন, ‘আমি এত দিন ভাবতাম, উপর মহল থেকে নির্দেশ দিলেই কাজ হয়ে যায়। কিন্তু আদতে যে তা হয় না, সেটা দেখতে পাচ্ছি। আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা আটকাতে পারছি না। আমি পুলিশ কমিশনারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি। আগামী দিনে এমন নিয়ম করব, যাতে বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপে। এখন নির্বাচনী আচরণবিধি চলছে বলে আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না।’

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কাউন্সিলর মহুয়া শীল। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে গার্ডেনরিচের ঘটনার সঙ্গে এর তুলনা করলে ভুল হবে। আমার এই পুরসভা এলাকায় কোনও বেআইনি নির্মাণের অনুমতি দেওয়া হয় না। নিজেদের লাভের কথা ভেবে আমরা কিছু করি না।’

আরও পড়ুন। প্রতিটি সেমেস্টারেই পাশ-ফেল থাকবে, সিদ্ধান্ত বদল উচ্চমাধ্যমিক সংসদের, কত নম্বর?

তবে মৃতার স্বামীর দাবি, অনুমোদন ছাড়াই পাঁচতলা বহুতলটি তৈরি হচ্ছিল। বহুতলটির সামনে রাস্তা মাত্র ৮ ফুটের। নির্মীয়মাণ বাড়ির অংশ সরাসরি মহিলার মাথার উপর পড়ে। ওই সময়ে মহিলা নিজের বাড়ির অংশে দাঁড়িয়েই ফোনে কথা বলছিলেন বলে এফআইআর-এ জানিয়েছেন মহিলার স্বামী।

আরও পড়ুন। দাউদাউ করে জ্বলল পাওয়ার হাউস, দমকলের দুটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনল আগুন

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here